।। প্রথম কলকাতা ।।
শুক্রবার আসন্ন আইপিএল মরসুমের সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করল বিসিসিআই। ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগ মরসুম শেষ হওয়ার পাঁচ দিন পর শুরু হবে এই মেগা ইভেন্ট। আইপিএল ২০২৩ সংস্করণের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
🚨 NEWS 🚨: BCCI announces schedule for TATA IPL 2023. #TATAIPL
Find All The Details 🔽https://t.co/hxk1gGZd8I
— IndianPremierLeague (@IPL) February 17, 2023
নতুন সংস্করণে ৫২ দিনে ১০টি দল ৭০টি লিগ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন মরসুমেই হাজারতম আইপিএল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং ৬মে চিপকে প্রতিযোগিতার ঐতিহাসিক মুহূর্তে মুখোমুখি হবে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দুটি দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স।
এই মরসুমে লিগে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ এ-তে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস। গ্রুপ বি-তে চেন্নাই সুপারকিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
নতুন মরসুমের প্রথম ডাবল হেডার ম্যাচ ১ ফেব্রুয়ারি মোহালিতে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই দিয়ে তাদের অভিযান শুরু করবে। ২৮ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।