World Boxing Championships: ফাইনালে জায়গা করে নিলেন ভারতের নিখাত জারিন ও নিতু ঘাংঘাস

।। প্রথম কলকাতা ।।

World Boxing Championships: ২৩ মার্চ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে ২০২৩ IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে থাকা চারজন ভারতীয় বক্সারের মধ্যে দু’জন ফাইনালে পৌঁছালেন। একজন নিখাত জারিন (Nikhat Zareen) ও অন্যজন হলেন নিতু ঘাংহাস (Nitu Ghanghas)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিখাত জারিন বিশ্ব মিটে তার টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে ২২-বছর বয়সী বক্সার নিতু ঘাংহাস তার প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।

সেমিফাইনালে রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে হারিয়ে মহিলাদের ৪৮ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছেন নিখাত জারিন। নিখাত শুরু থেকে শেষ পর্যন্ত প্রভাবশালী পারফরম্যান্স মেলে ধরেন। কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জিতে নিখাত প্যারিস অলিম্পিকের আগের বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন।

অন্যদিকে প্রাক্তন রৌপ্য পদক বিজয়ী আলুয়া বাল্কিবেকোভাকে সেমিফাইনালে পরাজিত করে ৪৮ কেজি বিভাগে ফাইনালে পৌঁছান নিতু ঘাংহাস। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে গোল্ড জয়ী নিতু নিতু ঘাংহাস ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনের আগের সংস্করণে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version