।। প্রথম কলকাতা ।।
শ্বাসনালীর সংক্রমণের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনাল খেলতে পারবেন না ভারতের পেসার পূজা ভাস্ত্রকার। চলতি টুর্নামেন্টে ভাস্ত্রকার ভারতের গ্রুপ-পর্যায়ের সমস্ত ম্যাচেই অংশ নিয়েছেন এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪৪.৫ বোলিং গড়ে দুটি উইকেট নিয়েছেন।
JUST IN – India pacer ruled out of crunch #T20WorldCup semi-final against Australia due to illness.#AUSvIND | #TurnItUp
— ICC (@ICC) February 23, 2023
বিশ্বকাপের সেমিফাইনালের আগে কেপটাউনের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া অধিনায়ক হরমনপ্রীত কৌর সহ তিন ভারতীয় ক্রিকেটারকে। তাদের মধ্যে একজন পূজা ভাস্ত্রকার। বাকি দুই ক্রিকেটারের খেলা নিয়েও রয়েছে সংশয়। আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি বিসিসিআই-কে খেলোয়াড় বদলের অনুরোধ জানিয়েছেন।
পূজা ভাস্ত্রকারের স্থলাভিষিক্ত হবেন অলরাউন্ডার স্নেহ রানা। যিনি ভারতের হয়ে ২৪টি-টোয়েন্টি সহ ৪৭ টি আন্তর্জাতিক খেলেছেন। হরমনপ্রীত খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব নেবেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে পরাজিত করলেও তাদের একমাত্র পরাজয় ঘটে ইংল্যান্ডের বিপক্ষে।