।। প্রথম কলকাতা ।।
২০ জানুয়ারী, শুক্রবার গভীর রাতে তাদের প্রতিবাদ প্রত্যাহার করে নিল ভারতীয় কুস্তিগীররা। সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরেই তাদের এই সিদ্ধান্ত। ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি এবং পরিচালনার অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তাদের অভিযোগের সমাধান করা হবে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বস্ত করেছেন যে ডব্লিউএফআই (WFI) সভাপতি ব্রিজ ভূষণ সিং পদত্যাগ করবেন।
ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং রবি দাহিয়া সহ ভারতীয় কুস্তিগীররা অনুরাগ ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার আলোচনায় একটি সাফল্য অর্জনের পরে তাদের প্রতিবাদ শেষ করার সিদ্ধান্ত নেয়। ক্রীড়ামন্ত্রক একটি তদারকি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে যা ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ তদন্ত করবে। আশা করা হচ্ছে ২১ জানুয়ারি শনিবার কমিটি গঠন করা হবে। অনুরাগ ঠাকুর জানান তদন্ত কমিটি একমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
কুস্তিগীরদের সঙ্গে দ্বিতীয়বার পাঁচ ঘণ্টা আলোচনার পর ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি তদারকি কমিটি গঠন করা হবে, যার নাম আগামীকাল ঘোষণা করা হবে। কমিটি চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করবে। এটি ডব্লিউএফআই এবং এর প্রধানের বিরুদ্ধে করা আর্থিক বা যৌন হয়রানির সমস্ত অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।” পাশাপাশি ক্রীড়ামন্ত্রী আরও বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তিনি (ব্রিজ ভূষণ সিং) সরে দাঁড়াবেন এবং তদন্তে সহযোগিতা করবেন এবং তদারকি কমিটি ডব্লিউএফআই-এর দৈনন্দিন বিষয়গুলি পরিচালনা করবে।”