WPL Auction: স্মৃতি মান্ধনাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নেওয়ার পর উল্লাসে মেতে উঠল ভারতীয় মহিলা দল, দেখুন

।। প্রথম কলকাতা ।।

ভারতের মহিলা দলের খেলোয়াড়রা একসঙ্গে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম দেখলেন। ভারতীয় দল চলমান আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছে। মহিলা আইপিএলের নিলামে এদিন সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা। ৩.৪ কোটি টাকায় তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিক্রি হওয়ার পর ভারতীয় দলকে উল্লাস করতে এবং হাততালি দিতে দেখা যায়। ভাইরাল হওয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।

ডাব্লুপিএলের উদ্বোধনী সংস্করণের নিলামে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড় হয়েছেন স্মৃতি মন্ধনা। স্মৃতি মান্ধানা সম্ভবত ডব্লিউপিএলের উদ্বোধনী সংস্করণে আরসিবিকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ব্যাঙ্গালোর দলে এসেছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার এলিস পেরি। ক্রিকেটের সব ফরম্যাটে সেরা ব্যাটারদের একজন স্মৃতি মন্ধনা। অন্যদিকে ভারতীয় ফাস্ট বোলার রেনুকা সিংকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতের এই স্পিডস্টার গত বছর উইমেন ইন ব্লু-এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

 

কেপটাউনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। জেমিমাহ রদ্রিগেজ এবং রিচা ঘোষের দুরন্ত পারফরম্যান্সে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে ভারত। যদিও চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি স্মৃতি মন্ধনা। অন্যদিকে অধিনায়ক হারমনপ্রীত কৌরকে ১.৮০ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। স্মৃতি মন্ধনা ছাড়াও ভারত অধিনায়কের জন্যও ঝাঁপিয়েছিল আরসিবি।

Exit mobile version