Hockey World Cup 2023: বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আশাবাদী ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ

।। প্রথম কলকাতা ।।

 

চলতি মাসের ১৩ থেকে ২৯ জানুয়ারি ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় বসছে হকি বিশ্বকাপের আসর। ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশ আশাবাদী যে ভারত হকি বিশ্বকাপে ইতিহাস রচনা করবে। ২০২১ সালে ভারতের অলিম্পিক দুর্দান্ত পারফরম্যান্স করা তারকা তাঁর চতুর্থ বিশ্বকাপে নামছেন। ঘরের মাঠে ভারত কঠিন পুল ‘ডি’-তে তাদের অভিযান শুরু করবে।

 

ভারতীয় হকি দল গত ৪৮ বছরে বিশ্বকাপ জয় করতে পারেনি। শেষবার অজিত পাল সিংয়ের নেতৃত্বে কুয়ালালামপুরে ১৯৭৫ সালের সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে শ্রীজেশ আশাবাদী যে এবার ‘মেন ইন ব্লু’ তাদের ঘরের মাঠে বিশ্বকাপ জয় করতে পারবে। পুল ডি-তে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। ১৩ জানুয়ারী বিসরা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ভারতীয় হকি দল।

 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীজেশ বলেন, “দেশের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে পারাটা আমার জন্য অনেক গর্বের এবং বিশেষ দিক হল, ঘরের মাটিতে এটা আমার তৃতীয় বিশ্বকাপ। আমি মনে করি না যে কোনও খেলোয়াড় ঘরে বসে তিনটি বিশ্বকাপ খেলার এই বিশেষত্ব পেয়েছেন।” তিনি আরও বলেন, “২০১৮ সালে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার এই মেগা ইভেন্টে আমাদের ভাগ্য পরিবর্তন করার আরও একটি সুযোগ রয়েছে। আশা করি, আমরা আমাদের আগের পারফরম্যান্সের উন্নতি করতে পারব এবং শীর্ষে শেষ করতে পারব।”

 

শ্রীজেশ বলেন, “আমি সবসময় অনুভব করেছি যে আপনি কতবার একটি টুর্নামেন্ট খেলেছেন তা নয় তবে আপনি এটি জিতেছেন কি না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইবারও, আমার জন্য আমার ১০০ শতাংশ দেওয়া এবং টুর্নামেন্ট থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গুরুত্বপূর্ণ।”

Exit mobile version