Raj kapoor : ভারতীয় সিনেমা তাঁকে ছাড়া অসম্পূর্ণ, জন্মদিনে ফিরে দেখা বলিউডের ‘শোম্যান’ রাজ কাপুরকে

।। প্রথম কলকাতা ।।

Raj Kapoor: ভারতীয় ছবির জগতে ‘শোম্যান’ তিনি। একজন সফল অভিনেতার সঙ্গে দক্ষ পরিচালক ও প্রযোজক ছিলেন। ১৯২৪-এর আজকের দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্ম হয় রাজ কাপুরের। পঞ্জাবি হিন্দু পরিবারের সন্তান রাজ কাপুরের বাবা ছিলেন পৃথ্বীরাজ কাপুর ও মায়ের নাম রমাস্বামী দেবী কাপুর।

বাবা অভিনয় জগতের অত্যন্ত পরিচিত একটি নাম। বলতে গেলে, অভিনয় তাঁর রক্তে রয়েছে। তবে আজকের এই জনপ্রিয়তার পথ মসৃণ ছিল না তাঁর কাছে। কাজের জন্য হন্য হয়ে ঘুরেছেন তিনি। দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুল ও পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে পাড়াশোনা করেন অভিনেতা। ১৯৩৫-এ ‘ইনকিলাব চলচ্চিত্রে’ মাত্র ১০ বছরে তাঁর অভিনয় প্রতিভা বাইরে আসে। ১৭ বছর বয়সে বম্বে টকিজে স্পটবয় হিসেবে কাজ করতেন তিনি। পরে ১৯৪৭-এ বড় সুযোগ পান ‘নীল কমল’ চলচ্চিত্রের দরুণ। ১৯৪৮-এ ২৪ বছরের ওই যুবক আর.কে.ফিল্মস নামে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন। সেই সময় সর্বকনিষ্ঠ পরিচালক ছিলেন তিনি।

আর কে ব্যানারের অধীনে ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘চোরি চোরি’ ও ‘জাগতে রাহো’র মত সিনেমা রিলিজ হয়েছে। ১৯৬৪-তে তাঁর নির্মিত, পরিচালিত ও অভিনীত ছবি ‘সঙ্গম’ মুক্তি পায়। এই ছবিতে বৈজয়নন্তীমালা ও রাজেন্দ্র কাপুরের সঙ্গে ছিলেন তিনিও। চলচ্চিত্রটি দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল। পরবর্তীতে রাজশ্রী ও হেমা মালিনীকে নিয়ে ছবি করেছেন এই অভিনেতা। ১৯৭০-এ মুক্তি পায় ‘মেরা নাম জোকার’। যার দরুন পুত্র ঋষি কাপুরের অভিষেক হয়। প্রথমদিকে এই ছবিটি সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে না পারলেও, পরে তা মর্যাদা পায়। ১৯৭০-এর দশকের শেষের দিকে এবং ১৯৮০’র দশকের প্রথম দিকে স্বল্প কিছু ছবিতে দেখা গিয়েছে রাজ কাপুরকে।

‘আব্দুল্লাহ’ ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় খানের সঙ্গে। রাজেশ খান্নার সঙ্গে শেয়ার করেছেন স্ক্রিন। অংশ হয়েছেন গোয়েন্দা ধর্মী কমেডি চলচ্চিত্রেরও। ১৯৮২ সালে সর্বশেষ বড় ধরনের চলচ্চিত্র ‘উকিল বাবু’তে অভিনয় করেন এই অভিনেতা। এক কথায় চলচ্চিত্র জগতের অত্যন্ত বড় নাম রাজ কাপুর। একের পর এক দুর্দান্ত ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন। তবে তাঁর জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে ছিল বিতর্কও। অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নার্গিসের সঙ্গে তাঁর ভালোবাসার গুজব রয়েছে। যদিও এই বিষয়ে জনসমক্ষে কোনও মন্তব্য করেননি তিনি। তবে চলচ্চিত্রের ইতিহাসে একজন সেরা চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হিসেবে বিবেচিত হন রাজ কাপুর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version