।। প্রথম কলকাতা ।।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম চক্রে ২০টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। যা ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে। পরের বছর বহুল প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার ট্রফিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। যা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে চারটি টেস্ট ম্যাচ নিয়ে আয়োজিত হবে। এরপর দুই ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারত।
২০২৪ সালে, অস্ট্রেলিয়া সফরের পর ভারত ইংল্যান্ড, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের আয়োজ। করবে। তারপর ভারত ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করার আগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে যাবে। ২০২৬ সালে, ভারত একটি মাত্র টেস্ট ম্যাচের জন্য দেশের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে। এরপরই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফর করবে ভারত। ২০২৩-২৭ চক্রের ভারতের শেষ টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ।
আইসিসির ১২টি পূর্ণ সদস্যরা ২০২৩-২০২৭ এফটিপি চক্রে মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যার মধ্যে রয়েছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে এবং ৩২৩টি টি-টোয়েন্টি। বর্তমানের ৬৯৪টির তুলনায় যা অনেকটাই বেশি। এর মধ্যে রয়েছে আইসিসি পুরুষদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুটি চক্র, একাধিক আইসিসি ইভেন্ট এবং দ্বিপাক্ষিক পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ অ্যাকশন।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত চক্রের সময় সর্বাধিক সংখ্যক টেস্ট ম্যাচ খেলবে, কারণ তারা যথাক্রমে ২২, ২১ এবং ২০টি পাঁচ দিনের খেলা খেলবে। এফটিপির আসন্ন চক্রে পাঁচটি বড় আইসিসি ইভেন্টও রয়েছে, যা ভারতে পরের বছর ক্রিকেট বিশ্বকাপ দিয়ে শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। যার পরে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে এবং ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে এফটিপি চক্রটি রাউন্ড শেষ হবে।