।। প্রথম কলকাতা ।।
Boxing Day Test: বক্সিং ডে টেস্ট ম্যাচের কথা অনেকই শুনেছেন, কিন্তু বক্সিং ডে টেস্ট কী তা অনেকেই হয়তো জানেন না। এমন অবস্থায় এটা জানা প্রয়োজন হয়ে পড়ে এবং অনেক ভক্তের মনেও প্রশ্ন ওঠে যে বক্সিং ডে টেস্টের মানে কি? অনেকেই বক্সিং কথাটি শুনে ভাবতে পারেন ঘুষঘুসির ম্যাচ। নামের সঙ্গে মিল থাকলেও বক্সিং ডে টেস্টের সঙ্গে এই খেলার দূরদূরান্ত কোন সম্পর্ক নেই। বরং আছে মহতী উদ্যোগ। আসলে বড়দিনের পরের দিন থেকে শুরু হওয়া ম্যাচগুলোকে বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়। এছাড়া বক্সিং ডে টেস্ট ম্যাচ ক্রিকেট বিশ্বে বিশেষ জায়গা পায়।
উল্লেখ্য, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বাক্সে করে এদিন গরিব-দুঃখীদের মধ্যে বিভিন্ন উপহার বিতরণ করে থাকেন। কখনও আবার প্রার্থনার শেষে চার্চের বাইরে রাখা বাক্সে দান বা অনুদান সংগ্রহ করা হয় গরিবদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে। এই কারণেই ২৬ ডিসেম্বর দিনটা বক্সিং ডে। যদিও এই নিয়ে বেশ কয়েকটি মতামত আছে। অক্সফোর্ডের ইংরেজি অভিধান অনুসারে এই দিনটার সঙ্গে ১৮৩০ সালের ব্রিটেনের সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। সেইসময় ব্রিটেনে ক্রিসমাসের পরের দিনটাই সপ্তাহের প্রথম দিন হিসেবে ধরা হত। তাই এটাকে বক্সিং ডে বলা হয়ে থাকে। আবার এই একই দিনের পৃথক ধর্মীয় গুরুত্ব আছে স্পেন এবং আয়ারল্যান্ডে। সেখানে সেন্ট স্টিফেন্স ডে হিসাবে পালিত হয় ২৬ ডিসেম্বর।
এই দিনে খেলা টেস্ট ম্যাচগুলিকে বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়। এই টেস্ট ম্যাচের বিশেষত্ব হল এটি একটি ছুটির দিন। এমতাবস্থায়, দর্শকরাও প্রচুর সংখ্যক ম্যাচ দেখতে আসেন এবং ম্যাচ উপভোগ করেন। টিকিটের দামও থাকে আকাশছোঁয়া । অস্ট্রেলিয়ায় প্রতি বছরই এই বিশেষ দিনে টেস্ট ম্যাচের শুরু হয়ে থাকে। আর সেই ম্যাচটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজন করা হয়। চলতি বছরেও তার অন্যথা হয়নি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নেই আয়োজন করা হয়েছে। অন্যদিকে সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর, প্রোটিয়াদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ হারের পর বিশ্রামে ছিলেন রোহিত-বিরাটরা। এবার টেস্টে সিরিজে দলে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার। গতবার প্রোটিয়াদের মাটিতে দুটি ম্যাচেই পরাজিত হয়েছিল বিরাট কোহলির ভারত। এখন দেখার দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় ছিনিয়ে নিতে পারে কিনা রোহিতের দল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম