Hockey World Cup 2023 : স্পেনকে হেলায় হারিয়ে হকি বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত

।। প্রথম কলকাতা ।।

১৩ জানুয়ারী শুক্রবার ওড়িশার রাউরকেল্লায় দর্শনীয় বিসরা মুন্ডা স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে ভারত বিশ্বকাপ ২০২৩-এ অভিযান শুরু করল। পুল ‘ডি’র উদ্বোধনী ম্যাচে অমিত রোহিদাস এবং হার্দিক সিংয়ের গোল ভারতকে ৩ পয়েন্ট এনে দেয়। হকি বিশ্বকাপে ভারতীয় দলের দুর্দান্ত সূচনা কোচ গ্রাহাম রিডকে খুশি করতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

বিশ্বকাপ ২০২৩-এর অন্য ম্যাচে ইংল্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পায়। জয়ের সুবাদে পুল ‘ডি’র প্রথম স্থানে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।বিশ্বকাপ ২০২৩-এর অন্য ম্যাচে ইংল্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পায়। জয়ের সুবাদে পুল ‘ডি’র প্রথম স্থানে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অমিত রোহিদাস প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। প্ৰথম কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকে দলকে এগিয়ে দেন অমিত রোহিদাস। হরমনপ্রীতের শট ব্লক হয়ে গেলেও ফিরতি বল থেকে জোরাল শটে গোল করেন তিনি। হকি বিশ্বকাপে এটি ভারতের ২০০তম গোল। ব্যবধান দ্বিগুন করেন হার্দিক সিং। হার্দিক গোলের উদ্দেশ্যে বল বাড়ান ললিতকে। ললিত বল ধরার আগেই স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল জালে জড়িয়ে যায়।

Exit mobile version