।। প্রথম কলকাতা ।।
India Lockdown: বৃহস্পতিবার মধুর ভান্ডারকরের ‘ইন্ডিয়া লকডাউন’-এর ট্রেলার রিলিজ করেছে। Voompla সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছে। ফিল্মটি কোভিড-১৯ মহামারীর প্রথম ঢেউয়ের সময় দেশের অবস্থাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ট্রেলারটি দেখলে মনে পড়ে যাবে সেই বিস্ময়কর দিনগুলির কথা। মধুর ভান্ডারকরের সঙ্গে ছবির গল্প লিখেছেন অমিত জোশী ও আরাধনা সাহ। এই সিনেমা চারটি চরিত্রকে সকলের সামনে বিশেষ করে তুলে ধরবে।
২০২০-র প্রথম দিকে সকলেই ‘নিউ নরমাল’ বিষয়টিকে বোঝার চেষ্টা করছিল। ফাঁকা রাস্তা, মুখোশ পরা মানুষ, পিপিই কিট পরা কর্তৃপক্ষ। ভিজ্যুয়াল দেখে মনে হচ্ছে, ফেলে আসা সেই খারাপ দিনগুলি আবার জীবন্ত হয়ে উঠতে চলেছে। ট্রেলারে চারটি আখ্যান সমান্তরালভাবে এগিয়ে যাওয়ার সঙ্গে বিভিন্ন আবেগকে ছুঁয়ে গিয়েছে। অভিবাসী শ্রমিকদের ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে তাঁদের বাচ্চাদের গবাদি পশুর মত রাস্তায় ঘুরে বেড়ানোর দৃশ্য সকলের গাঁয়ে কাঁটা দেয়। এই ছবি বলবে, কীভাবে মহামারী আমাদের জীবনে বিপুল পরিবর্তন নিয়ে এসেছিল।
প্রতীক বব্বর (Prateik Babbar) এবং সাই তামহানকার (Sai Tamhankar) একজন অভিবাসী কর্মী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ছবিতে। যাঁরা লকডাউনের সময় বেকার হয়ে পড়েছেন। পরিবহন ব্যবস্থা না থাকায় তাঁরা হেঁটে নিজ শহরে ফিরে যেতে বাধ্য হয় এবং পথে আরও সমস্যার সম্মুখীন হতে হয়। শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad) কামাঠিপুরার একজন যৌন কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। যে ভাবছে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে নিজের পেট চালাবে। অন্যদিকে অহনা কুমরা (Ahana Kumra) একজন পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রথমবার ডাউনটাইমের এক্সপিরিয়েন্স করবেন। অন্যদিকে প্রকাশ বেলাওয়াদি (Prakash Belawadi) একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি তাঁর মেয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে ভিন্ন শহরে আটকে রয়েছেন।
সোমবার IFFI গোয়াতে প্রিমিয়ার হতে চলেছে ‘ইন্ডিয়া লকডাউন’। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাই তামহানকার একটি বিবৃতিতে জানিয়েছেন, আমি সম্ভবত এর চেয়ে বেশি কামনা করতে পারতাম না। এমন একটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটির প্রিমিয়ার হওয়া বিশাল সম্মানের। মধুর ভান্ডারকরের নায়িকা হওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। তাঁর কথায়, ‘মধুর স্যারের চলচ্চিত্রের অংশ হওয়া যে কোনও অভিনেত্রীর জন্যই অত্যন্ত আনন্দের। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই সুযোগের জন্য আমি চির কৃতজ্ঞ’। ছবির প্রযোজনায় পেন স্টুডিওজের জয়ন্তীলাল গাদা, ভান্ডারকর এন্টারটেইনমেন্টের মধুর ভান্ডারকর এবং পি জে মোশনস পিকচার্সের প্রণব জৈন। আগামী মাসের ২ তারিখ জি ফাইভে দেখা যাবে ছবিটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম