Olympic Games: ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজন করতে প্রস্তুত ভারত, জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

।। প্রথম কলকাতা ।।

 

২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ঠাকুর আরও বলেছেন যে সরকার অলিম্পিক প্রস্তাব পেশের ক্ষেত্রে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সমর্থন করতে প্রস্তুত। এবং ভারত আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল থেকে অনুমোদন পেলে গেমসের আয়োজক হতে পারে গুজরাট। ভারত অতীতে দুবার এশিয়ান গেমস এবং একবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে।

 

অনুরাগ ঠাকুর টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “ভারত যদি এত বড় আকারে G20 প্রেসিডেন্সি আয়োজন করতে পারে, আমি নিশ্চিত যে সরকার আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সঙ্গে দেশে অলিম্পিক আয়োজন করতে সক্ষম হবে। আমরা সকলেই জানি যে স্লটগুলি ২০৩২ পর্যন্ত বুক করা হয়েছে। কিন্তু ২০৩৬ এর পর থেকে আমাদের আশা আছে এবং আমি নিশ্চিত যে ভারত অলিম্পিকের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং প্রস্তাব পেশ করবে।”

 

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, “আমাদের ‘না’ বলার কোনো কারণ নেই। ভারত যদি খেলাধুলার প্রসারের জন্য এত বেশি প্রচেষ্টা চালায়, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমরা কেবল অলিম্পিকের আয়োজনই করব না, আমরা এটি দারুনভাবে আয়োজন করব। গেমস আয়োজনের এটাই সঠিক সময়। ভারত যদি ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিস সব ক্ষেত্রেই খবর তৈরি করে, তাহলে খেলাধুলায় নয় কেন? ভারত ২০৩৬ সালের অলিম্পিকের জন্য প্রস্তাবের বিষয়ে খুব গুরুত্ব সহকারে দেখছে।”

Exit mobile version