Oscars 2023: ৯৫তম অস্কারের মঞ্চে ভারতের ঝুলিতে জোড়া অস্কার, গর্বিত ভারতবাসী

।। প্রথম কলকাতা ।।

Oscars 2023: যে মুহূর্তটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। অবশেষে সেই মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। ৯৫তম অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। সেরা শর্ট ফ্লিমে সেরার শিরোপা জিতে নিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স (The Elephant Whisperers)।’ অন্যদিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের মঞ্চেও ‘নাটু নাটুর’ (Naatu Naatu) জয়জয়কার। রাজামৌলির হাত ধরে ভারতের ঝুলিতে এল দ্বিতীয় অস্কার। সেরা অরিজিনাল সং বিভাগে সেরার শিরোপা পেল এসএস রাজামৌলীর ‘আরআরআর’ মুভির জনপ্রিয় গান ‘নাটু নাটু’।

ইতিহাস সৃষ্টি করল ‘নাটু নাটু’ গানটি। প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্র থেকে গান সেরা গান বিভাগে অস্কার জিতল। সেরা গান বিভাগে যে গানগুলিকে পরাজিত করে সেরার শিরোপা জিতেছে নাটু নাটু সেগুলি হল আপেলুজ (টেল ইট লাইক আ ওমেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথার ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ এ লাইফ (এভরিথিং এভরিহয়ার অল এট ওয়ান্স)। সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি পুরস্কার গ্রহণ করেন।

এটি কোনও ভারতীয় প্রযোজনার প্রথম গান হয়ে পুরস্কার জিতেছে। ২০০৯ সালে একই বিভাগে স্লামডগ মিলিওনেয়ারের ‘জয় হো’-এর পরে এটি এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা দ্বিতীয় ভারতীয় গান। এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিল ‘নাটু নাটু’।

অন্যদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘হাউ টু মেজার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’-এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিয়েছে তামিল ভাষার এই ছবি। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। যদিও পুরস্কার জিততে পারেনি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত প্রথম কোনও ভারতীয় ছবি যা অস্কার আনল ভারতে। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবি। এককথায় বলা চলে দুই নারীর হাত ধরে অস্কার এলো ভারতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version