IND vs AUS: সিরিজ নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, রোহিতবাহিনীর চিন্তা টপ অর্ডার

।। প্রথম কলকাতা ।।

 

IND vs AUS: আগামীকাল চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ধারক ম্যাচ খেলতে নামবে ভারত। ভাইজাগে দ্বিতীয় ওডিআই (ODI) ম্যাচে মাত্র ১১৭ রানে গুটিয়ে যাওয়ার পর ২২ মার্চ ফাইনাল ম্যাচের আগে বড় মাথাব্যথা ভারতের টপ অর্ডার। ভারতের টপ-অর্ডার মিচেল স্টার্কের পেস এবং সুইংয়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। এককথায় বলতে গেলে দ্বিতীয় ওডিআইতে ভারতের পরাজয় হয়েছে বাঁ-হাতি অজি ফাস্ট বোলারের দাপটে।

 

যাইহোক, ভারত তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। ২০১৯ সাল থেকে একটিও ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ হারেনি ভারতীয় দল। শেষবার পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। চলতি সিরিজে মিচেল মার্শ ২ ম্যাচে ১৪৭ রান করেছেন এবং মিচেল স্টার্ক প্রথম ২ ওয়ানডেতে ৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।

 

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ১৩টি ওডিআই ম্যাচ খেলেছে। তারা জিতেছে ৭টি এবং হেরেছে ৫টি ম্যাচে। এই ভেন্যুতে খেলা শেষ ৫ ম্যাচে ভারত তিনটি জিতেছে এবং দুটি ম্যাচে হেরেছে। সাম্প্রতিক বছরগুলিতে, এম এ চিদাম্বরম স্টেডিয়াম সাদা বলের ম্যাচে, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুমে রাগিং টার্নার্স দিয়ে এসেছে। একটি ধীরগতির এবং আঠালো পিচ হবে। বলা চলে সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে দেওয়া পিচের বিপরীত।

 

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ভারত ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।যেখানে অস্ট্রেলিয়া ১১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া যদি ২০১৯ সালের পর তাদের প্রথম ওয়ানডে সিরিজে ভারতকে হারাতে পারে, তাহলে তারা আইসিসি টেবিলে র‌্যাঙ্কিং পয়েন্টের ক্ষেত্রেও ভারতের সঙ্গে এক হবে।

Exit mobile version