Ind vs Aus: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্ট ও ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

।। প্রথম কলকাতা ।।

১৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দলে ফিরেছেন জয়দেব উনাদকাট। ২০১৩ সালের ২১শে নভেম্বর শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরেছিলেন ভারতীয় এই পেস বোলার।

একনজরে ভারতীয় দলের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট

 

ওয়ানডে সিরিজের দল ঘোষণার পাশাপাশি বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। বাকি দুটি টেস্টের জন্য একটি অপরিবর্তিত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে অংশ নিতে দ্বিতীয় টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন জয়দেব উনাদকাট। ফের তাকে দলে ডাকা হয়েছে। সম্প্রতি বাংলাকে হারিয়ে সৌরাষ্ট্র দ্বিতীয়বার রঞ্জি ট্রফি জয় করেছে। দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন উনাদকাট।

একনজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্টের ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট

Exit mobile version