YouTube Income Tips: ইউটিউবে ইনকাম লক্ষ লক্ষ টাকা, মাত্র ১ হাজার ভিউতে কত টাকা পাবেন?

।। প্রথম কলকাতা ।।

YouTube Income Tips: চাকরি ছেড়ে ভাবছেন ইউটিউবে ভিডিও বানাবেন? লক্ষ লক্ষ টাকা আয় করবেন? আচ্ছা ইউটিউবে টাকা কামানো কি খুব সোজা? একটা ভিডিও বানালে ঠিক কত টাকা পাওয়া যায়? কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জার্নিটা ঠিক কেমন? ইউটিউবে ভিডিও বানিয়ে হতে পারেন কোটিপতি, আবার মিশে যেতে পারেন মাটিতে। প্রতি ১০০০ ভিউসে ইউটিউব কত টাকা দেয়?

ভারতে একজন ইউটিউবার প্রতি মিলিয়ন ভিউতে প্রায় ৭ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করেন। একটা কমেডি চ্যানেলের মালিক প্রতি মিলিয়ন ভিউতে ২২ থেকে ৩০ হাজার টাকা পান। মিউজিক কিংবা ফুড চ্যানেলে প্রতি মিলিয়ন ভিউতে পাওয়া যায় ৭ থেকে ১১ হাজার টাকা। প্রযুক্তি এবং রোস্টিং চ্যানেলগুলো প্রতি মিলিয়ন ভিউতে পায় ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে এই উপার্জন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রত্যেক ইউটিউব ক্রিয়েটারের অন্যতম লক্ষ্য ভালো আয় করা, তবে যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজ নয়।

ইউটিউবে ইনকাম হয় মনিটাইজেশনের পর। সেক্ষেত্রে কিছু জরুরী শর্ত পূরণ করা জরুরি।

আপনার চ্যানেলের ভিডিওর ভিউ হাজার হলেই আয় শুরু হবে। তবে ভালো টাকা আয় করতে গেলে কমপক্ষে ১ লক্ষ ভিউর প্রয়োজন। ভিউ ছাড়াও ভিডিওর লিংক থেকে অন্য জিনিস বিক্রি করে আয় করতে পারেন। এক হাজার ভিউতে আপনি কত টাকা পাবেন? এক্ষেত্রে এক ডলার বা ৮২ টাকা থেকে ২৫ ডলার বা ২০৭০ টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভব। তবে মনে করা হয়, ফাইনান্স এবং টেক সম্পর্কিত ভিডিও নির্মাতারা অন্যান্য ভিডিও চ্যানেলে তুলনায় একটু বেশি আয় করেন। কারণ এই বিষয়গুলোতে অ্যাডের সুযোগ একটু বেশি।

ইউটিউবে টাকা ইনকাম একটু সময় সাপেক্ষ। এক্ষেত্রে ধৈর্য ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা ভিডিও পোস্ট করা মানেই কিন্তু ইনকাম নয়। আর একবার যদি মনিটাইজেশন হয়ে যায় আর আপনি মন প্রাণ দিয়ে আপনার চ্যানেলকে নিয়ে পরিশ্রম করেন, তাহলে মাস গেলে মোটা টাকা আয় করবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version