।। প্রথম কলকাতা।।
জি বাংলায় নতুন সাজে মহালয়া। দিতিপ্রিয়ার পাশে মহাদেব হয়ে তাণ্ডব দেখাবেন ফুলকির রোহিত। কালীর রূপে কাকে দেখা যাবে? ওদিকে কোয়েল সমানে সমানে টক্কর দিচ্ছেন। জি বাংলার মহালয়ার শ্যুটিং আসলে কীভাবে হয়? মহালয়ার ভোরবেলা জি বাংলায় দেখানো হবে নবপত্রিকায় দেবীবরণ। মহালয়ায় চারটে রূপ একাই সামলাচ্ছেন দিতিপ্রিয়া। আর কে কোন চরিত্রে? আপনার প্রিয় নায়িকার দুর্গার কোন বেশে রয়েছেন?
মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে জগদ্ধাত্রীর নায়িকা অঙ্কিতাকে। ‘নিম ফুলের মধুর পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে দেখা যাবে দেবী কার্তিকীর ভূমিকায়। দেবী শোকরহিতা-র ভূমিকায় দেখা যাবে মানালী দে অর্থাৎ কার কাছে কই মনের কথার শিমুলকে। নিজের চরিত্র নিয়ে কী বললেন মানালী? মহাদেবের ভূমিকায় দেখা যাবে ফুলকির রোহিত ওরফে অভিষেক বসুকে। শিবের ভূমিকায় অভিনয় করে খুশি অভিষেক। এবার জি এর সবচেয়ে বড় চমক হল। পার্বতী, মহালক্ষ্মী, মহাকালী ও মহাস্বরসতীর বেশে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় চারটে চরিত্র একাই সামলেছেন।
কালিকা রূপে জি বাংলার পর্দায় থাকছেন রাঙা বউ ধারাবাহিকের পাখি ওরফে শ্রুতি দাস। জি বাংলার নতুন ধারাবাহিক ফুলকির দিব্যাণীকে দেখা যাবে মা লক্ষ্মীর চরিত্রে। আর মহেশ্বরী রূপে ছোট পর্দার যমুনা ঢাকি ওরফে শ্বেতা ভট্টাচার্য। উলটো দিকে এবার স্টার জলসার দেবী দুর্গা হয়ে আসছেন বাঙালির প্রিয় কোয়েল মল্লিক। তিনি যতবারই দেবী দুর্গা হয়েছেন, তাঁর নাচ থেকে অভিনয়, বড় বড় চোখের সেই চাহুনি দর্শকের মন জয় করে নিয়েছে। এখন দেখার দেবী দুর্গা হয়ে কোয়েল কতটা টক্কর দিতে পারেন জি বাংলার নায়িকাদের।
দেখতে দেখতে পুজো চলেই এল! পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার যেমন তোড়জোড় চলছে, তেমনই চলছে শপিং। রেডিও সারানো হয়ে গিয়েছে। টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী নিয়েও ছোট থেকে বড় সকলের উত্সাহ থাকে। তবে মহালয়ায় কোন চ্যানেল হিট তা তো সময়ই বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম