।। প্রথম কলকাতা ।।
সিরিয়ালে শাশুড়ি মানেই ভিলেন নিম ফুলের মধু থেকে কার কাছে কই মনের কথা শাশুড়িমা বউয়ের কথা বুঝতেও চান না! শাশুড়ি মানে এতটাই কি খারাপ বাস্তবেও কি তাই? বউমার সাথে শাশুড়ির বনিবনা না হলে নাকি সিরিয়ালের গল্প জমে না! আপনার জীবনের গল্প কি মিলে যায় সিরিয়ালের সঙ্গে? জাঁদরেল শাশুড়িদের চরিত্রে যাঁরা অভিনয় করছেন তাঁরা কী বলছেন? আচ্ছা শাশুড়িমায়ের সাথে কেমন সম্পর্ক আপনার?
নিম ফুলের মধুতে বাবুর কাছে পর্ণাকে ঘেঁষতে দেয় না শাশুড়ি। সৃজনকে বউয়ের প্রশংসা করতে দেখলেই বিরক্ত হয়ে যায় মা। এদিকে কার কাছে কই মনের কথা সিরিয়ালেও শিমুলের শাশুড়িও কম যান না। সিরিয়ালের শাশুড়ি মানেই এত খারাপ কেন? শিমুলের শাশুড়ি উনি তো পুরো ভিলেন বলছেন দর্শকরা শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই নতুন বউয়ের খুঁত খোঁজা শুরু হয়ে গিয়েছে। শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে রীতা দত্ত চক্রবর্তীকে।চরিত্রের সঙ্গে দারুণ মানিয়েছে কিন্তু সিরিয়ালে শাশুড়িকে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই কেন দেখানো হয়? এইসব এপিসোড দেখেই টিআরপি বাড়ছে তড়তড়িয়ে।
নেটিজেনরা বলছেন অনেক শাশুড়িই কমবেশি এরকম বাস্তব জীবনে তো অনেক বউ। এসব ফেস করে থাকেন শ্বশুড়বাড়িতে পা দিয়ে শিমূলের মত অনেক বউমারই সব শখ হারিয়ে গিয়েছে। আচ্ছা বাস্তবে সব শাশুড়ি কি তাই? এদিকে তারকাদের একাংশের দাবি সিরিয়ালে খারাপ কিছু দেখানো হয় না। অনেক সত্যিকে তুলে ধরা হয় যা আমরা দেখতে চাই না। বিয়ের পর অন্য পরিবারের মেয়ে বাড়িতে এলে সব মায়ের মধ্যেই ইনসিকিউরিটি তৈরি হয় যা নিম ফুলের মধুতে কৃষ্ণার চরিত্রে। নিঁখুতভাবে ফুটিয়ে তুলছেন অরিজিতা মুখোপাধ্যায় বলছেন সিরিয়াল প্রেমীরা।
পর্ণার শাশুড়িরের চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায় এই সংবাদমাধ্যমে বলছেন।আসলে প্রত্যেক পরিবারে এমন কিছু মানুষ থাকে। কৃষ্ণা বা শিমূলের শাশুড়ির চরিত্রের সঙ্গে যাঁরা কানেক্ট করছেন, তাঁদের কিছুজন কৃষ্ণার মতো বা শিমূলের শাশুড়ির মতো। আবার যাঁরা কৃষ্ণার মতো মানুষজনকে চোখের সামনে দেখছেন, তাঁরাও কানেক্ট করছেন। তবে সব শাশুড়ি-বউমার সম্পর্ক একরকম নয়।কিছকিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থীাকেই। বলছেন দর্শকরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম