Dev: সত্যের অন্বেষণে এবার দেব! ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে বড় ঘোষণা অভিনেতার

।। প্রথম কলকাতা ।।

Dev: ২০০৬ থেকে ২০২৩, কেটে গিয়েছে অনেকগুলো বছর। আর এই কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে নিজের এক আলাদা পরিচিতি গড়েছেন তিনি। কোনওদিনই পরিকল্পনা ছিল না কাজ করবেন ছবিতে। মুম্বইয়ে (Mumbai) আব্বাস মস্তানের ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন। আর তারপরেই ধীরে ধীরে লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিনটে শব্দের প্রতি ভালোবাসা জন্মে যায় তাঁর। অভিনেতার পাশাপাশি জুড়েছে সাংসদের তকমাও। আর এবার বাংলা ছবিতে ১৭ বছর কাটিয়ে নিজের পরবর্তী ছবির ঘোষণা করেছেন সুপারস্টার দেব (Dev)। কী তাঁর পরবর্তী ছবি? কোন নতুন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

‘আনন্দবাজার অনলাইন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ ছবিতে আসছেন সকলের প্রিয় দেব। এবার গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন তিনি। তাহলে সত্যবতী কি রুক্মিণী? উল্লেখ্য, শনিবার দিন একটি ট্যুইটে অভিনেতা জানান, ‘১৭ বছর পূর্ণ করলাম এই ইন্ডাস্ট্রিতে। অভিনেতা হয়ে নিজের আগামী ছবির ঘোষণা করছি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। আপনাদের সকলের আশীর্বাদের প্রয়োজন আছে’। অভিনেতা সাংসদের পাশাপাশি তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। কয়েক বছর হল প্রযোজক হিসেবে কাজ করছেন অভিনেতা। ‘কবীর’, ‘কিশমিশ’, ‘টনিক’, ‘প্রজাপতি’র মত একাধিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের। খুব শীঘ্রই শুরু করবেন ‘বাঘাযতীন’-এর শ্যুটিং।

এর আগে বহুবার ঐতিহাসিক নানা চরিত্রে ধরা দিয়েছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সঙ্গে কাজ করেছিলেন ‘অগ্নি শপথ’-এ (Agnishapath)। যদিও সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। আর তারপরেই রবি কিনাগির (Ravi Kinnagi) পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘আই লাভ ইউ’ (I Love You)। ভেঙ্কটেশের ব্যানারে (Shree Venkatesh Films) এই ছবি তাঁকে পরিচিতি দিয়েছিল এই জগতে। পায়েল সরকারের (Payel Sarkar) সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকদের। এর পর এবার সত্যান্বেষীর ভূমিকায় তাঁর কাজ দর্শকদের কতটা মনে ধরে, সেটাই দেখার। এর আগে উত্তম কুমার থেকে শুরু করে রজিত কাপুর, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত-এর মত অভিনেতারা সত্যান্বেষীর ভূমিকায় কাজ করেছেন। এবার নতুন ব্যোমকেশ দেব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version