।। প্রথম কলকাতা।।
Sreelekha Mitra: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলতে গেলে, ইন্ডাস্ট্রির স্পষ্টবাদী নায়িকা তিনি। কারোর কোনও মন্তব্যে যায় আসে না তাঁর। সিঙ্গেল মাদার, কিন্তু নট হ্যাপি টু মিঙ্গেল। রবিবার সন্ধ্যায় ঢাকায় (Dhaka) গিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Dhaka International Film Festival) ২১তম আসরে অংশ নিতে ওপার বাংলায় হাজির হয়েছেন অভিনেত্রী।
‘যুগান্তর’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রী বলেছেন, মেয়েকে নিয়ে সিঙ্গেল জীবনে বেশ ভালো আছেন। তাঁর কথায়, ‘বেশ ভাল আছি। অনেক বয়স হয়েছে। আমার মেয়ের এখন বয়ফ্রেন্ড থাকার কথা। তবে আমি প্রেমে আছি, রোমান্সেও আছি’। তাঁর এই প্রেম আর রোমান্সে থাকার ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেছেন, ‘প্রেমে আছি বলতে, ওই যে আমার জীবেই প্রেম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যার জন্য ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে কথা বলি আমি। এমনকি একটি মুভমেন্টও শুরু করেছি, হ্যাশট্যাগ মাই রিলিজিয়ন অব লাভ’।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করলে দেখা যাবে, দেশে চলতে থাকা নানা ঘটনা নিয়ে নিজের মন্তব্য দিয়ে থাকেন তিনি। এদিন তাঁর কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে, তিনি সিঙ্গেল লাইফ লিড করে বেশ ভালো আছেন। উল্লেখ্য, তাঁর পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘এবং ছাদ’-এর (Ebong Chaad) প্রদর্শনী ছিল সোমবার। এদিন বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর সিনেমার প্রথম প্রদর্শনী শুরু হয়। ছবির গল্প মূলত উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে। ছবিতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে দেখা দিয়েছে শ্রীলেখাকে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম