।। প্রথম কলকাতা ।।
JK 1971: ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। যেখানে সাড়া ফেলেছে ওপার বাংলার চলচ্চিত্র। গতকাল বিকেলে নন্দন ২-তে ‘জেকে ১৯৭১’ দেখানো হয়। এই চলচ্চিত্রের কাহিনী একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলিকে নিয়ে। আর সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ছবি দর্শকদের বেশ ভালো লেগেছে। প্রথম নন্দনে প্রদর্শিত হয়েছে তা।
ওপার বাংলার তরুণ পরিচালক ফাখরুল আরেফিন খান (Fakhrul Arefeen Khan) পরিচালিত এটি তৃতীয় ছবি। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমকে পরিচালক জানান, ‘আমি মুগ্ধ, খুশি, আনন্দিত। কলকাতার মানুষের এত সাড়া পেয়েছি যে, ভাষায় প্রকাশ করা যায় না তা। প্রেক্ষাগৃহে বহু মানুষ ঢুকতে পারেনি। অনেককে আবার হলের মেঝেতে বসে ছবি দেখতে হয়েছে’।
পাশাপাশি ছবির কাহিনী প্রসঙ্গে তিনি জানান, ‘১৯৭১-এর ৩ ডিসেম্বর ২৮ বছরের এক ফরাসি যুবক জ্যঁ কুয়ে প্যারিসের ওরলি এয়ারপোর্টে পাকিস্তানি বিমান সংস্থা পিআইএর একটি বিমান ছিনতাই করেন। কুয়ে জানান, কলকাতার শরণার্থী ক্যাম্পে বাংলাদেশের লাখ লাখ শিশু চিকিৎসা না পেয়ে মৃত্যুর কবলে পড়ছে। তাঁদের জন্য জরুরী ভিত্তিতে ২০টন ওষুধ পাঠাতে হবে। কিন্তু ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের ঘটনা সফল হয়নি। উল্টে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার পরবর্তীতে ফরাসি সরকার বিভিন্ন শরণার্থী শিবিরে অসুস্থ শিশুদের জন্য ওষুধ পাঠায়। আর তাতে প্রায় পাঁচ লাখের কাছাকাছি শিশুর প্রাণ বাঁচে। এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি ছবিটি’।
ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শুভ্র সৌরভ দাস (Subhra Sourav Das), দোভাষীর ভূমিকায় দেখা গিয়েছে ফারাজকে, পাইলটের ভূমিকায় সব্যসাচী (Sabyasachi Chakraborty) ও কো-পাইলটের ভূমিকায় অভিষেক। ছবির বেশিরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতাতে (Kolkata)। এমনকি ছবিতে অভিনয় করেছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেতাও। আর এবার এই ছবি এপার বাংলার মানুষদের বেশ ভালো লেগেছে। ইদানিংকালে ওপার বাংলার ছবির প্রতি এপার বাংলার মানুষের টান নজরে আসছে। সম্প্রতি কলকাতায় ঝড়ো ‘হাওয়া’ বয়ে গিয়েছে। এবার ওপার বাংলার আরও একটি ছবিকে ঘিরে সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম