যাবতীয় গুণ থাকলেও সুযোগ মেলেনি ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার, তালিকায় কারা?

।। প্রথম কলকাতা ।।

ভারতের ৩ ক্রিকেটার, যাঁরা কোনওদিন ক্যাপ্টেন্সির সুযোগ পেলেন না। করা রয়েছেন তালিকায় জানেন কী?

২০১১ সালে হরভজন সিং ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেও, কখনো ভারতীয় দলকে নেতৃত্ব দেননি তিনি। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণ ছিল তাঁর মধ্যে। কিন্তু তবুও কোনওদিন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। শোনা গিয়েছিল যুবরাজকে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে তাঁকে হয়ত অধিনায়ক করা হবে। কিন্তু, নির্বাচকেরা মহেন্দ্র সিংকে এই দায়িত্ব দেন।

ভারতীয় ক্রিকেট দলের সেরা স্পিনারদের মধ্যে একজন হিসেবে ২০১১ সাল থেকেই ঘরের মাঠে জায়গা করে নিয়েছেন রবীনচন্দ্র অশ্বিন। টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশালিষ্ট বলা হয় তাঁকে। অধিনায়ক তো দূর কি বাত, অশ্বিন যখন কেরিয়ারের শীর্ষে ছিলেন সেই সময়ও তাঁকে কোনওদিন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হিসেবে ভেবে দেখা হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version