T20 World Cup 2024: রোহিতরা চ্যাম্পিয়ন হলে পাবেন রেকর্ড পুরস্কারমূল্য, যা ছাপিয়ে যাবে আইপিএলকেও

।। প্রথম কলকাতা ।।

 

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বার রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। যা ছাপিয়ে গিয়েছে আইপিএলের পুরস্কারমূল্যকেও। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

 

চ্যাম্পিয়ন দলের জন্য ২৪ লাখ ৫০ হাজার ডলার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে। যা ভারতীয় টাকায় ২০ কোটি ৩৬ লাখ টাকা। এই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আইপিএলের থেকে বেশি পুরস্কারমূল্য পেতে চলেছে। চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ২০ কোটি টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই দলের জন্যই রয়েছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার। রানার্স দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ৬৪ লাখ টাকা।

 

শনিবারের ফাইনালে জিততে না পারলেও সাড়ে ১০ কোটি টাকার বেশি পাবে ভারতীয় দল। অন্যদিকে সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পাবে প্রায় ৬ কোটি ৫৪ লাখ টাকা করে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা আর্থিক পুরস্কার হিসাবে পাবে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা। এছাড়াও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১২টি দেশের জন্যও রয়েছে আর্থিক পুরস্কার। তাঁরা পাবে প্রায় ২ কোটি ৬ হাজার টাকা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version