Mir Afsar Ali: ‘ফেক হলে ফাঁকা হয়ে যাবেন’, ভুয়ো ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মীরের

।। প্রথম কলকাতা।।

Mir Afsar Ali: এখনও পর্যন্ত প্রায় ১৭টি ভুয়ো চ্যানেল টেকডাউন করা হয়েছে। নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি। যদি আপনার কাজকে কেউ নিজের নামে চালায়, তাহলে আপনার কি ভালো লাগবে? ঠিক একইভাবে মীরের কন্টেন্ট নিজেদের চ্যানেলে ব্যবহার করছিলেন কিছু জন। আর তাতেই একপ্রকার বিরক্ত হয়ে লালবাজার সাইবার ক্রাইম সেলের নজরে বিষয়টি এনেছেন মীর আফসার আলী (Mir Afsar Ali)। রেডিও মিরচি ছেড়েছেন অনেকদিন, কিন্তু তাই বলে গল্প পড়া ছাড়বেন, এমনটা নয়। শুরু করেছেন ‘গপ্পোমীরের ঠেক’।

উল্লেখ্য, সম্প্রতি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুরু করেছেন তিনি। আর তার পরই শুরু হয়েছে সমস্যা। ইউটিউবে তাঁর নাম লিখলে প্রথমে যে চ্যানেলটি উঠে আসে, সেটি মোটেও তাঁর নয়। এমনটাই জানিয়েছেন মীর। কিন্তু ইতিমধ্যেই ভুলবশত সেই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন অনেকেই। বিষয়টি অত্যন্ত খারাপ লেগেছে তাঁর। তাঁর নাম ব্যবহার করে এইভাবে চ্যানেলের নাম দেওয়ায় প্রবল আপত্তি জানিয়েছেন মীর।

আগে রেডিওতে সকালম্যান হিসেবে মীরের আওয়াজ শুনতেই অভ্যস্ত ছিল মানুষ। এর পর শ্রোতাদের জন্য ‘গপ্পোমীরের ঠেক’ নিয়ে আসেন এই অভিনেতা তথা বাচকশিল্পী। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লেখেন, ‘ফেক হলে ফাঁকা হয়ে যাবেন। ১৭ টা ফেক চ্যানেল আপাতত হাজতবাসে‌। এর পর আরও হবে। ২৩ তারিখ প্রথম গল্প যাবার পর, আরও ফেক চ্যানেল গজিয়ে উঠবে। চুরি করে আমার অরিজিনাল কনটেন্ট আপলোড করা হবে। কিন্তু আমি লড়াইটা চালিয়ে যাব, আপনাদের জন্য’।

পাশাপাশি ভক্তদের যাতে আসল চ্যানেল পেতে অসুবিধা না হয়, তার জন্য নিজের অরিজিনাল চ্যানেলের লিঙ্কও শেয়ার করেছেন। গত পাঁচ দিন ধরে লালবাজারের সাইবার ক্রাইম সেল সাহায্য করছে তাঁকে। যার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ঠেকে আসুন, ঠকবেন না প্লিজ’। বিগত এতদিনে ‘গপ্পোমীরের ঠেক’-এ নানা গল্প পড়েছেন মীর। কিন্তু যখন নিজের কন্টেন্ট এইভাবে ভুয়ো চ্যানেল দরুন শেয়ার হতে দেখলেন, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন। তবে এবার আর যাতে তাঁর ভক্তরা ফেক অ্যাকাউন্টের দরুন রাস্তা ভুল না করেন, তার ব্যবস্থা নিয়েছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version