Abhijeet Bhattacharya: ‘আমি গানটাই জানিনা’, ‘গেরুয়া’ বিতর্কে আর কী বললেন অভিজিৎ ভট্টাচার্য?

।। প্রথম কলকাতা ।।

Abhijeet Bhattacharya: জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্বদের নিয়ে হামেশাই আলোচনা-সমালোচনা হয়ে থাকে। তাঁদের একটা ছোট মন্তব্য অনেক বড় আকার ধারণ করে অল্প সময়ের মধ্যেই। কখনও তা খারাপ দিকে যায়, তো কখনও আবার ভালো হয়। তাঁদেরকে নিয়ে বিতর্ক থেমে থাকে না। সেরকমই বিগত দু’মাস ধরে চলতে থাকা একটি বিতর্কে মুখ খুলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি তাঁর কলকাতায় আসা নিয়ে হইচই পড়ে যায় মহানগরে। এর পর ১৮ ফেব্রুয়ারি কলকাতার (Kolkata) অ্যাকোয়াটিকায় হাজির হন শিল্পী। তাঁর বিতর্কিত সেই গান ‘রং দে তু মোহে গেরুয়া’ মঞ্চে উঠে গেয়েছেন। সেইসঙ্গে বলেছেন, ‘এই গান নিয়ে খামোকা এত বিতর্ক কিসের, তাই মাথায় আসছে না। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দ গেরুয়া পরতেন। তিনি সাদা পরলে কি এত বিতর্ক হতো?’ এর পর তাঁর এই মন্তব্যতে অনেকেই নিজের নিজের মতামত রেখেছেন। প্রসঙ্গে নয়ের দশকের জনপ্রিয় শিল্পী অভিজিৎ ভট্টাচার্যর (Abhijeet Bhattacharya) কাছ থেকে জানতে চাওয়া হলে, তাঁর উত্তর অবাক করেছে সকলকেই। কী বলেছেন গায়ক?

শাহরুখ (Shah Rukh Khan) থেকে সলমন (Salman Khan) এমনকি দেবের (Dev) গলায়ও জায়গা পেয়েছে তাঁর গাওয়া গান। তাঁর গানে মুগ্ধ হয়েছে হাজার হাজার দর্শক। তবে ভালো গান গাওয়ার পাশাপাশি ‘স্পষ্টবক্তা’ তিনি। যে কোনও বিষয়েই নিজের মতামত পরিষ্কারভাবে দিয়ে থাকেন গায়ক। যা মনে থাকে, তাই মুখে। কারোর বিষয়ে কিছু বলতে একবারও ভাবেন না অভিজিৎ ভট্টাচার্য। এবার ‘গেরুয়া’ (Gerua) বিতর্কে কথা বলেছেন তিনিও। ‘গেরুয়া বিতর্ক’ নিয়ে ‘এই সময়’ ডিজিটালের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়। জানালেন, তিনি নাকি গানটাই শোনেননি। এটা কি করে সম্ভব? শাহরুখ খান অভিনীত ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘রং দে তু মোহে গেরুয়া’। আর সেই গানটাই নাকি শোনেননি গায়ক! সংবাদমাধ্যমের প্রশ্নে তিনি জানলেন, ‘নো আইডিয়া। আমি গানটাই জানিনা। সিনেমাও দেখিনি। বোধহয় আমি একমাত্র যে, পিভিআর-এর ওপরে থেকেও প্রতিদিন প্রিমিয়ার করতে এত তারকা আসেন আর আমি দেখতে যাই না। শেষ দশ বছর আগে ‘থ্রি ইডিয়েটস’ দেখেছি’।

তাঁর এই জবাবে অবাক হয়েছেন সবাই। কারণ তিনি এমন বিষয় সম্পর্কে অবগত নন যা বর্তমানে সাড়া ফেলেছে চারিদিকে। তবে কিছু জনের বক্তব্য, বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন গায়ক। চলতি সপ্তাহে সুপার সিঙ্গারের মঞ্চে দেখা যাবে তাঁকে। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন তিনি। সকল প্রতিযোগীরাই তাঁর সামনে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। প্রোমোতে দেখা গিয়েছে একের পর এক গান গেয়ে মঞ্চ মাতাচ্ছেন তিনি। ফের তাঁর কণ্ঠে জনপ্রিয় সমস্ত গান শুনতে পাওয়া যাবে বলে, ভক্তদের মধ্যে উল্লাসের শেষ নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version