।। প্রথম কলকাতা ।।
Prosenjit Chatterjee: তাঁর ছবি বক্স অফিসে হিট করবে না, এটা এখন ভাবাই ভুল। যদিও তাঁর অভিনীত আগের ছবি দেখলে হেসে গড়াগড়ি খায় সবাই। অভিনয় জগতে পা রাখার পর তাঁকে যে রূপে দেখা গিয়েছে, ২০১০-এর পর তাঁর এক অন্য রূপ সামনে এসেছে। সিনেমা প্রেমীরা সেই সময় দেখতে পেয়েছে এক অন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ ছবির হাত ধরে এক নতুন বুম্বাদাকে রুপোলি পর্দায় দেখেছিল সবাই।
আর এই ছবিতে তাঁর বলা একটি সংলাপ মুহূর্তেই সকলের মুখে মুখে শোনা যেতে থাকে। সংলাপটি হল, ‘মিডিয়ার কভারেজে কে থাকবে? হোর্ডিং জুড়ে কে থাকবে? শুক্রবারের পর্দায় কে থাকবে? আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি’। এটি এতটাই জনপ্রিয়তা পায় যে তাঁকেই এখন ‘ইন্ডাস্ট্রি’ বলে থাকেন সবাই। এমনকি খবরের পাতায়ও তাঁর আগে এই শব্দটি ব্যবহার করে থাকেন অনেক সংবাদমাধ্যম। তবে পর্দার বাইরে তিনি নিজেকে কখনোই ‘ইন্ডাস্ট্রি’ বলে জাহির করেন নি বা ভাবেন নি।
সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ভিডিওর শুরুতেই বুম্বাদা বলেছেন, অটোগ্রাফের সেই জনপ্রিয় সংলাপ। কিন্তু তারপরেই ক্ষমা চেয়ে দর্শকদের জানিয়েছেন যে এ কথা তিনি কখনোই বলেননি। তাঁর কথায়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বলিনি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, এটা অটোগ্রাফ ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের লেখা। সত্যি বিশ্বাস করুন, যেভাবে আমি কেঁদে কেঁদে বলি যে আমি চুরি করিনি, সেভাবেই আমি বলছি বিশ্বাস করুন আমি ইন্ডাস্ট্রি বলিনি। আমাকে এতটা গালাগালি দেবেন না প্লিজ’। যে কোনও বিষয়ে যে কোনও ক্ষেত্রে বুম্বাদার নাম জড়ানো হলে, সেখানে তাঁকে উদ্দেশ্য করে ‘ইন্ডাস্ট্রি’ শব্দটি লেখা হয়ে থাকে। কিন্তু যার জেরে তাঁকে অনেকে অনেক কিছুই বলেছে। তবে এদিন তাঁর ভিডিওতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ আবার তাঁকে বাংলা সিনেমার “গুরুদেব” বলে সম্বোধন করেছেন।
‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বুম্বাদাকে ‘ইন্ডাস্ট্রি’ বলায় চটেছিলেন চিরঞ্জিৎ। এক টক শোয়ে প্রসেনজিৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলে উল্লেখ করায় তিনি বলেন, ‘ও একা ইন্ডাস্ট্রি হলে, আমি তাপস কী ছিলাম!’ সেই সময় বাংলা চলচ্চিত্র দুনিয়ায় তিনটি নাম ছিল অত্যন্ত জনপ্রিয়, চিরঞ্জিৎ, তাপস পাল, প্রসেনজিৎ। এমনকি তাঁদেরকে তিন ভাই মনে করে, বড়দা, মেজদা ছোটদা বলে ডাকতেন অনেকেই। তবে মূল ধারার ছবিতে রাজ করেছেন প্রসেনজিৎ। তিনি ‘ইন্ডাস্ট্রি’ না হলেও কোনভাবে এই টলি পাড়ার অভিভাবক হয়ে উঠেছেন তিনিই। কিন্তু তাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলায় কোনওভাবে খুশি নন তাঁর ‘ভা’ই। তাই এক প্রকার কেঁদেই ফেললেন অভিনেতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম