Mehazabien Chowdhury: ‘এটা আশা করিনি’, মন ভাঙল অনুরাগীদের, কী এমন করলেন মেহজাবিন?

।। প্রথম কলকাতা ।।

Mehazabien Chowdhury: ওপার বাংলার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কলকাতায় এসেছিলেন। তিলোত্তমায় এসে অলিতে গলিতে ঘোরেন তিনি। কুমোরটুলিতেও দেখা যায় মেহজাবিনকে। সেখানে একাধিক ফটো, রিল এবং ভিডিও শ্যুট করেন এই বাংলাদেশি অভিনেত্রী। সেই সমস্ত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই তাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সমস্যাটা মূলত সৃষ্টি হয়েছে ওপার বাংলায়। তাঁর ছবির কমেন্টে বহুজন প্রশ্ন তুলেছেন ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি কেন এই ধরনের ছবি ভিডিও তুললেন ?

এবার প্রশ্ন উঠতেই পারে, কী এমন ছবি এবং ভিডিও তুলেছিলেন মেহজাবিন ? যার কারণে অনুরাগীদের ক্ষোভের মুখে পড়তে হল তাকে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় কুমোরটুলির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের পোশাক পরে রয়েছেন তিনি। দেখতে খুবই সুন্দর লাগছে তাকে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছেন মা দুর্গা। এখানেই বেঁধেছে সমস্যা। এই বিষয়টিকে সামনে রেখেই নেটিজেনদের একাংশ খোঁচা দিয়েছেন মেহজাবিনকে।

তাঁর পোস্টে আরিফ সরকার শাহেদ নামে এক ব্যক্তি লেখেন, “মুসলিম মেয়ে হয়ে আপনার কাছ থেকে এমন ছবি আশা করিনি”। আবার মহম্মদ সাব্বির রহমান লেখেন, “আপু এটা মানতে পারলাম না”। আরও এক ব্যক্তি কমেন্ট করেন, “প্রিয় অভিনেত্রীকে বয়কট করলাম”। এরকম বেশ কিছু কমেন্ট দেখতে পাওয়া যায় তাঁর পোস্টে। তবে নিন্দুকদের মাঝেও ওপার বাংলার আম জনতাদের একটা বড় অংশ মেহজাবিনকে ভীষণভাবে সমর্থন করেছেন। অনেকের মতে ২০২২ এ দাঁড়িয়ে এই ধরনের চিন্তা ভাবনা মনে জায়গা দেওয়া একেবারেই উচিত নয়। একটা ছবি নিয়ে অভিনেত্রীকে হেনস্তার শিকার হতে হচ্ছে, তা মেনে নিতে পারেননি বহু ওপার বাংলার নেটিজেনরা।

যদিও এই বিষয়টি নিয়ে কোনরকম উচ্চবাচ্য করেননি মেহজাবিন। বলে রাখা ভালো, মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে নিজের পথচলা শুরু করেছিলেন। আর তারপর একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২২ , এর মাঝে বহু বাংলাদেশি ধারাবাহিক, টিভি সিরিজ, অ্যাড ফিল্মে কাজ করেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version