Iman Chakraborty: ‘আমার দুর্গা বিসর্জন যায় না’, মাকে মনে করে আবেগপ্রবণ ইমন

।। প্রথম কলকাতা ।।

Iman Chakraborty: প্রত্যেকের জীবনে প্রত্যেক দিনের এক আলাদা গুরুত্ব রয়েছে। কারোর কাছে যে দিনটি সুখ বয়ে আনে, কারোর কাছে আবার সেই দিনটি দুঃখের কারণ হয়ে ওঠে। সেরকমই আজকের দিনটি ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) জন্য খুব একটা সুখের নয়। এরকম দিন তাঁর জীবনে আসুক, তিনি সেটা কখনোই চাননি। কিন্তু ভাগ্যের ফেরে এই দিনের সম্মুখীন তাঁকে হতে হয়েছে। আজ মাকে হারিয়েছিলেন গায়িকা।

দেখতে দেখতে কেটে গিয়েছে ৯টা বছর। ছোটবেলার একটি ছবি দিয়ে মায়ের চলে যাওয়ার সেই কালো দিনটি মনে করেছেন ইমন। ছবিতে গায়িকাকে মায়ের কোলে দেখা গিয়েছে। পরনে কালো টপ, লাল সোয়েটার আর কালো প্যান্ট। অনদিকে তাঁর মা পরে রয়েছেন চুড়িদার আর গায়ে শাল জড়ানো। ইমন লিখেছেন, তাঁর জীবনের দুর্গা তাঁর মা।

গায়িকার কথায়, ৯ বছর আগে এই দিনটা না এলেই হত। আজ গায়িকার মন খারাপের দিন। তাঁকে সমবেদনা জানিয়েছেন সবাই। তাঁর পোস্ট দেখে একজন লিখেছেন, ‘মা কোনদিনও হারায় না। তোমার সঙ্গেই আছেন, ভালো থেকো’। কেউ আবার বলেছেন, ‘তোমার মায়ের চিরশান্তি কামনা করি’। কেউ আবার লিখেছেন, ‘তোমার মাকে আমার দেবীই মনে হয়েছে। ছবির দিকে একভাবে তাকিয়ে থাকলে যে কোনও মানুষের এই অনুভূতি হবে। তোমার লিলুয়ার বাড়ির দেওয়ালে ওই বড় ছবিটি যাতে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ফুলের মালা দিয়ে পূজা করেছিলাম। তোমার বাবা শংকর বাবুও ঐশ্বরিক সরলতায় আচ্ছন্ন। এদের দু’জনের আশীর্বাদ তোমাকে সারা জীবন আগলে রাখবে। ভালো থেকো’। তাঁর এই স্নেহভরা কথা দেখে মনে হয়েছে তিনি গায়িকার কোনও পরিচিত কেউ। সকলের জীবনেই মা-বাবা বট বৃক্ষের মতো কাজ করে। এদের মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে মনে করেছেন ইমন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version