Shobnom Bubly: ‘আমি সকলের সঙ্গে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারিনা’, কিসের পরিপ্রেক্ষিতে বললেন বুবলী?

।। প্রথম কলকাতা ।।

Shobnom Bubly: ঢালিউড ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) কথা উঠলেই তাঁদের নাম উঠে আসে। ওপার বাংলার জনপ্রিয় তারকা তাঁরা। কিন্তু তাঁদের মধ্যে সম্পর্কটা ঠিক বন্ধুত্বের নয়। প্রতিবারই তাঁদের সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে এসেছে সকলের সামনে। একজন আরেকজনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন সব সময়। আর তাকে ঘিরে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার অপু বিশ্বাসের (Apu Biswas) বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিয়েছেন শবনম বুবলী! কী এমন হল যে এতটা রেগে গেলেন অভিনেত্রী? উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি প্রথমেই স্পষ্ট করে জানিয়ে দেন যে, ‘কারোর নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তি জীবনে কেউ কোনও মন্তব্য করলে বা কোনও ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে, তাঁর বা তাঁদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনি যথাযথ ব্যবস্থা নেব’।

এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট শোরগোল ফেলে দিয়েছে। বুবলী (Shobnom Bubly) লেখেন, ‘কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাঁদেরকে দিয়ে করায় তাঁদের সমস্তকিছু সোশাল মিডিয়া, পত্রিকা এবং ইউটিউবে রয়েছে। যা এসবের বিরুদ্ধে ব্যবস্হা নিতে ডকুমেন্ট হিসেবে যথেষ্ট’। তাঁর বক্তব্য, ‘চুপ করে থাকাকে যদি সে বা তাঁরা সুযোগ পাওয়া মনে করে, তাহলে তা হবে তাঁদের চরম ভুল’। উল্লেখ্য, সম্প্রতি বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। শুধু খোঁচাই দেন নি, তাঁর পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছেন তিনি। আর তার পর বুবলীর এই পোস্ট যে তাঁকে উদ্দেশ করেই, তা কারোর বুঝতে বাকি নেই।

এতটাই খোঁচে গিয়েছেন অভিনেত্রী যে, মামলা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি উত্তরে বলেছেন, ‘আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনও দু’মুখো সাপের আচরণ করতে শেখায় নি। কখনও সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলতে শেখায় নি। গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনও সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি’।

প্রসঙ্গে ঢাকাই ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী লিখেছেন, ‘বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায় নি আমার পারিবারিক শিক্ষা। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায় নি। কাউকে মিথ্যে অপবাদ দিতে শেখায় নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থের সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি। বাস্তব জীবনে অভিনয় করতে শেখায় নি, তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে-বিনিয়ে নাটক করতে পারি না’। সংবাদমাধ্যমকে অপু জানান, পৃথিবীতে তাঁর কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই তাঁর কাছে স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি। এদিন তার জবাবেই দীর্ঘ পোস্ট করেন বুবলী। তাঁর কথায়, ‘আমি মা হিসেবে ভালোবেসে আমার সন্তানকে নিয়ে কী করব বা আমার সন্তানের ভালোর জন্য কী করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। who the hell are you to talk about that ?’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version