Monami Ghosh: ‘ওঁর মুখ রাখতে পারব তো!’ মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে মনামী

।। প্রথম কলকাতা ।।

Monami Ghosh: সম্প্রতি জানা গিয়েছে কে ছবির নাম চরিত্রে অভিনয় করবেন। এবার সামনে এসেছে নায়িকার নাম। এখন তাঁর দিকেই রয়েছে সকলের নজর। ‘আজকাল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া খবর অনুযায়ী, সৃজিতের ছবি ‘পদাতিক’-এ মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ (Monami Ghosh)।

‘আজকাল ডট ইন’ নায়িকার সঙ্গে যোগাযোগ করলে, উচ্ছ্বসিত শুনিয়েছে অভিনেত্রীকে। তিনি বলেন, ‘সৃজিতদার (Srijit Mukherji) সঙ্গে এই প্রথম কাজ। তাই তিনি ফোন করে ওঁর অফিসে ডেকে নেন। গিয়ে যখন এটা শুনলাম, তখন প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারিনি। আনন্দে নেচে ওঠাটাই শুধু বাকি ছিল। সেইসঙ্গে ভয় করছে প্রচণ্ড। সৃজিতদা বিশাল বড় চ্যালেঞ্জ দিয়েছে আমাকে। ওঁর মুখ রাখতে পারব তো! ভয় হচ্ছে’।

অন্যদিকে ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান (Firdausul Hasan) জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরে দেশের বাইরে ছিলেন মনামী। নতুন বছরে তাঁর জন্য এরম একটি খবর অপেক্ষা করছে, নিজেও ভাবতে পারেননি অভিনেত্রী। লুক সেট হয়ে গিয়েছে। তাঁর ছোটখাটো চেহারাই তাঁকে এই সুযোগ করে দিয়েছে। গীতা সেনের অল্প বয়স থেকে বেশি বয়স পর্যন্ত ছবিতে তুলে ধরা হবে। তাঁর জন্য প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হতে পারে। এদিকে এখনই এই খবর কাউকে জানাননি নায়িকা। আপাতত সুখবরটি পরিবার আর মাকে দিয়েছেন।

সম্প্রতি জানা গিয়েছে মৃণাল সেনের চরিত্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতাকে বেছে নিয়েছেন সৃজিত। চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় চারিদিকে। এবার গীতা সেনের চরিত্রে কাকে দেখা যাবে, তাঁর নাম প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয়, নায়িকা গীতা সেনের চরিত্রে নিজেকে তুলে ধরার জন্য কোনও প্রস্তুতি নিচ্ছেন কিনা! বলেছেন, ‘আমি আমার মত করে গীতা সেন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। সৃজিতদা একটি ভিডিও ক্লিপিং পাঠিয়েছে। সেখানে খুব অল্প সময়ের জন্য গীতা সেনকে দেখা গিয়েছে। মৃণাল সেনের (Mrinal Sen) জন্মদিনে যাঁরা ভিডিও সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, তাঁদের ক্যামেরায় তাঁকে ধরেছিলেন। এছাড়া আরও কিছু সাক্ষাৎকার রয়েছে। শুনেছি, উনি প্রচণ্ড ঘরোয়া ছিলেন’। এখনও পর্যন্ত কুণাল সেনের সঙ্গে কোনও কথা হয়নি অভিনেত্রীর।

এর আগে অভিনেত্রীকে পর্দায় যেভাবে দেখেছেন দর্শকরা, তার থেকে একেবারে আলাদা চরিত্রে দেখা যাবে তাঁকে। এটা অভিনেত্রীর কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং। মনামীর বক্তব্য, ‘প্রথমে এই ছবির কথা ভেবে চ্যালেঞ্জ নিয়েছে সৃজিত’। এর পর তাঁকে গীতা সেনের চরিত্রে ভেবেছেন তিনি। তাঁর কথায়, ‘এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version