nawazuddin siddiqui: আলিয়ার চোখে আমি “খলনায়ক”! মুখ খুললেন নওয়াজ

।। প্রথম কলকাতা ।।

Nawazuddin siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে তোলপাড় বলিউড (Bollywood)।তবে এতদিনের নীরবতা ভেঙে এই প্রথম, আওয়াজ তুললেন নওয়াজ (Nawazuddin siddiqui)।সোশ্যাল মিডিয়ায় নিজের সাফাই গাইলেন তিনি। লিখলেন, এটা আমার কোনও অভিযোগ নয় শুধু আমার মনের কথাটা শেয়ার করলাম সকলের সঙ্গে। দিনের পর দিন তাঁকে নিয়ে হাজারো কুৎসা, তাঁর চরিত্রে কালি লাগিয়েছেন অনেকেই। কিন্তু বেশিদিন চুপ থাকতে পারলেন না, অবশেষে মুখ খুললেন তিনি।

বয়ে যাচ্ছে ঝড়, কিন্তু চুপ করে ছিলেন নওয়াজ। হঠাৎ সোমবার পারিবারিক, দাম্পত্য কলহ নিয়ে বিস্ফোরণ ঘটালেন অভিনেতা। ইনস্টাগ্রামে দীর্ঘ লেখায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন। লিখলেন, “আমি চুপ আছি বলে আমাকে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে।”

সোমবার নওয়াজ (Nawazuddin Siddiqui)একটি ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট দিয়েছেন। সেখানে তিন পাতার বক্তব্য। একের পর এক যুক্তি তুলে ধরেছেন সবার সামনে। একের পর এক প্রশ্নও রেখেছেন। এবং সবাইকে পুরো ঘটনা জেনে বিচার করার অনুরোধ জানিয়েছেন। কী লিখেছেন নওয়াজ? তিনি কিছু ঘটনা জানিয়েছেন। তাঁর প্রথম দাবি, তিনি আর আলিয়া দীর্ঘদিন ধরেই একত্রবাস করেন না। তাঁরা বিচ্ছিন্ন। সন্তানদের খাতিরে তাঁদের মধ্যে আলগা সম্পর্কের বাঁধন রয়েছে, এই পর্যন্ত। দ্বিতীয় দাবি, কেউ কি জানেন, কেন আমার ছেলেমেয়েরা ৪৫ দিন ধরে ভারতে? তারা স্কুলে (School) যাচ্ছে না। দীর্ঘদিন বিদ্যালয়ে না যাওয়ার ফলে সেখানকার কর্তৃপক্ষ আমায় সমানে চিঠি লিখে বিষয়টি জানতে চাইছেন।

বাড়ি থেকে বের করে দেওয়ার প্রসঙ্গে গর্জে উঠলেন অভিনেতা। বললেন, আমার বাচ্চারা ভারতে এলে ওদের ঠাকুমার কাছেই থাকে। আমি তখন বাড়িতেও থাকি না। তাহলে ওদের বাড়ি থেকে কে বের করে দেয়? ও কোনও ভিডিও (Video) কেন করল না? সবমিলিয়ে নিজের কথা সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি। সঙ্গে নওয়াজ (Nawazuddin Siddiqui) এও জানালেন, “যে আমার সন্তানরা আমার জীবনে খুব গুরুত্বপূর্ন। চোখের জলে তিনি লিখলেন, আমি যা রোজগার করি সেটা আমার সন্তানদের জন্যই। আমি ভারতীয় আইন এবং দণ্ডবিধির ওপর আস্থা রাখি।”

নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার অভিযোগ ছিল, দিনের পর দিন ভয়ানক অত্যাচার করতেন তাঁরা৷ এরই মধ্যে জানা যায়, মুম্বইয়ে একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন নওয়াজ (Nawazuddin Siddiqui), ফাঁকা বাড়িতে সেই সময়ে ঢুকে পড়েছিলেন স্ত্রী৷ আলিয়ার দাবি, নওয়াজের বাড়িতে খাবার, বিছানার মতো সাধারণ জিনিসগুলিও দেওয়া হত না আলিয়াকে। শৌচাগারেও যেতে দেওয়া হত না। আলিয়ার সঙ্গে পুরুষ দেহরক্ষীকে রাখা হত। নওয়াজ-আলিয়ার ছেলের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version