Dadagiri Unlimited Season 10: কেমন হল দাদাগিরির শুটিং? সৌরভ নিজেই যে চমক দিলেন

।। প্রথম কলকাতা ।।

Dadagiri Unlimited Season 10: দাদাগিরির মঞ্চে ফিরলেন সৌরভ। টিম ইন্ডিয়ার জার্সি ওড়ালেন মহারাজ। দেখতে দেখতে বছর দশেক পার এবার একদম নতুন সাজে দাদাগিরি নিয়ে এলেন সৌরভ গাঙ্গুলী। সিজন ১০ এ কোন চমক? ফাঁস করলেন দাদা নিজেই, কীভাবে হয় দাদাগিরি শুটিং ? ২১ বছর পেরিয়ে গিয়েছে। তবে কেউ এখনও সেই ছবি ভোলেননি। লর্ডসে দাঁড়িয়ে সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা করেছিলেন, তা আজীবন প্রতিটা বাঙালির মনে থেকে যাবে।২১ বছর পর আবার সেদিনের মতো জার্সি ওড়ালেন সৌরভ। আর এবার সেটা হল দাদাগিরির মঞ্চে।

এবার ৬টি জেলা নয়, একসঙ্গে খেলতে পারবে ২৩টি জেলা, শুধু তাই নয় থাকবে লাইভ প্রশ্ন অর্থাৎ, পারফরম্যান্স দেখে তৎক্ষণাৎ উত্তর দিতে হবে যা এর আগে কোনও সিজনেই দেখা যায়নি। বিশ্ববিখ্যাত শরোদ শিল্পী উস্তাদ আমজাদ আলি খান ও তাঁর সুযোগ্য পুত্র আমান ও আয়ান আলি খান-এর সঙ্গে হবে উদ্বোধনী অনুষ্ঠান। দাদাগিরি-র নতুন প্রোমোয় দেখা মিলল সৌরভ এবং তাঁর অন্ধ ভক্ত অন্ধ্রপ্রদেশের রত্না শর্মিলাকে। দাদার টানেই দাদাগিরির মঞ্চে ছুটে এসেছেন এই সৌরভ ভক্ত। এদিন সৌরভকে জাপটে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল রত্না শর্মিলাকে।  শুক্রবারই দাদাগিরির উদ্বোধনী অনুষ্ঠান হাজির থাকবেন জি বাংলার নায়ক-নায়িকারাও। শুরুতে মনে করা হয়েছিল পুজোর পর শুরু হবে দাদাগিরি। তবে তার আগেই দাদাগিরি উপহার দিল জি বাংলা। প্রথম দিন ছিলেন পণ্ডিত তন্ময় বোসও।

সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আবেগ, এবার সেই আবেগকেই পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতারা। এই শোয়ের প্রোমোতে সৌরভকে বলতে শোনা যায়, বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি তাঁদের জন্য আসছে দাদাগিরি। অর্থাৎ এই প্রোমো থেকে স্পষ্ট হার না মানার গল্পই দেখানো হবে এই সিজনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version