Arijit Singh: গানের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? বিখ্যাত হলেও জীবনযাপন সাদামাটা

।। প্রথম কলকাতা ।।

Arijit Singh: অরিজিৎ সিং (Arijit Singh), যাকে বলা হয় মাটির মানুষ। তাঁকে বিলাসী জীবনে দেখতে দর্শকরা একেবারেই অভ্যস্ত নন। একদম সাদামাটা জীবন কাটান। গলায় রয়েছে মায়াবী সুর। সেই সুরের জাদুতে মুগ্ধ গোটা দেশ। মাত্র ৪৫ মিনিটের গানের জন্য অরিজিৎ সিং কত টাকা পারিশ্রমিক নেন? বলিউডের ‘কিং অফ প্লে ব্যাক’ বলা হয় অরিজিৎ সিংকে।

২০২৩ এর শুরুর থেকে মুক্তি পেয়েছিল শ্রীজাতর ‘ মানবজমিন’ ছবি। যেখানে অরিজিৎ সিং ‘মন রে কৃষি কাজ জানো না’ গানটি গেয়েছেন। সেই সময় শ্রীজাত অরিজিৎ সিং সম্পর্কে এমন কিছু কথা জানিয়েছিলেন যা জানলে আপনি মুগ্ধ হবেন। ‘মানবজমিন’ ছবির গানের জন্য অরিজিৎ সিং নাকি পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১১ টাকা। তাও আবার জোর করে। আর বাদবাকি টাকা তিনি বাচ্চাদের স্কুলের দান করে দেওয়ার কথা বলেন। অরিজিৎ সিং একটি বাচ্চাদের স্কুল চালান। সেই স্কুলে বাচ্চাদের পুজোর জামার জন্য তিনি সেই টাকাটা দিতে বলেন। অপরদিকে তিনি পারিশ্রমিকের দিক থেকে রীতিমত রেকর্ড করেছেন। পারিশ্রমিকের হিসেবে তাবড় তাবড় ভারতীয় সঙ্গীত শিল্পীদের তিনি ছাপিয়ে গেছেন।

বলিউডের সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে রাজ করছেন অরিজিৎ সিং। একের পর এক উপহার দিয়ে চলেছেন দুর্দান্ত গান। তাঁর লাইভ স্টেজ শোয়ে যে পরিমাণ শ্রোতাদের উচ্ছ্বাস দেখা যায় তা অভাবনীয়। নানান অনুষ্ঠানের সব থেকে কাঙ্ক্ষিত সঙ্গীত শিল্পীদের প্রথম তালিকায় রয়েছেন অরিজিৎ সিং। গোটা বিশ্বজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়ছে। শোনা যায় মাত্র ৪৫ মিনিট থেকে এক ঘন্টা ব্যাপী গান গাওয়ার জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় দেড় কোটি টাকা।

যতই নাম ডাক হোক না কেন, বাস্তব জীবনে একেবারে সাদামাটা মানুষ। এত বড় তারকা হয়েও থাকেন জিয়াগঞ্জে। ছেলেকেও ভর্তি করেছেন সেখানকার স্কুলে। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ‘আশিকি টু’ এর ‘তুমহি হো’ গানের মাধ্যমে। সোনি চ্যানেলের রিয়েলিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে শুরু করেছিলেন সঙ্গীত জগতের যাত্রা। সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম ব্রেক দিয়েছিলেন ২০১১ সালের ‘মার্ডার টু’ ছবিতে। কিন্তু ভাগ্যের চাকা ঘোরে ২০১৩ তে ‘আশিকি টু’ ছবির মাধ্যমে। এই ছবির ‘তুমহি হো’ গানটি রীতিমত মাইলস্টোন তৈরি করেছে। অরিজিৎ সিং সিনেমার জন্য গানের ক্ষেত্রে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। স্টেজ শোয়ের ক্ষেত্রে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার অনুষ্ঠানে প্রায় দেড় কোটি টাকা নেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version