Shruti-Swarnendu Marriage: শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের সাজ কেমন? দেখুন নিজেই

।। প্রথম কলকাতা ।।

Shruti-Swarnendu Marriage: লাল বেনারসী নয় কোন কারণে সাদা শাড়ি পরে বিয়ে করলেন শ্রুতি? সকলের থেকে এই সাজ একদম আলাদা সমালোচনার জবাব? নতুন বউকে কেমন লাগছে ? স্টার জুটির গয়না থেকে বিয়ের খুঁটিনাটি কীরকম ছিল। সবটা জানাবো আপনাদের। অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়ের মত জমকালো বিয়ে নয়। একটু অন্যভাবে বিয়ে টা সারলেন শ্রুতি স্বর্ণেন্দু। টেলি নায়কের বিয়ের সাজ এরকম কেন জানেন?

কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল বিয়ের আসর ভরি ভরি সোনার গয়না নয়। লাল বেনারসী নয় সাদা শাড়ি, তাতে রুপোলি সুতোর কাজ, সরু লাল পাড়ে বিয়ের মণ্ডপে বসেন শ্রুতি। কোনও সোনার গয়না নয় গলার নেকলেস থেকে হাতের চুড়ি সবটাই রুপোর। এমনকী টায়রা-টিকলিও রুপোর তৈরি। স্বর্ণেন্দুরও লাল-সাদা কম্বিনেশনের পাঞ্জাবি। দুজনের গলায় লাল গোলাপের মালা। শ্রুতির নাক ভর্তি সিঁদুর। খোপায় জুঁই ফুলের মালা। সিঁদুরদান হওয়ার পর শ্রুতিকে গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন স্বর্ণেন্দু। টেলি দুনিয়ার অন্যতম সফল নায়িকা শ্রুতি দাস। দীর্ঘদিনের প্রেমিকের বুকে মাথা রেখে নয়া পথচলা শুরু করলেন রাঙা বউ৷ অভিনয় দক্ষতায় দর্শকের দিল জিতে নিলেও, গায়ের রংয়ের জন্য বা বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

জোশ টকে শ্রুতি বলেছিলেন “একবার বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখানে আমাকে দেখে অনেকেই বলেছিলেন কালো মেয়ে সাদা জামা পরলে যেন মনে হয় খেতে আসছে” একবার সেটে তাঁকে সাজানোর সময় বলা হয়েছিল ও কালো, ওকে কালো টিপ না পরিয়ে সাদা টিপ পরাও কিন্তু সেই সমালোচনায় কোনওদিন কান দেননি অভিনেত্রী। বিয়েতেও সাদা শাড়ি পরে যেন সেই সমালোচনার আবার জবাব দিলেন শ্রুতি বলছেন নেটিজেনদের একাংশ। কাছের বন্ধু-পরিজনদের নিয়ে গোপনে বিয়েটা সেরেছেন স্টার জুটি। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। বিয়ের পর দুজনের হাসিমুখ দেখে মন ভরে গিয়েছে নেটপাড়ার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version