Amitabh Bachchan: অমিতাভের ১০০ কোটির বাড়ি কেমন ? যার ভাগ নিয়ে অশান্তি! প্রতিবেশীদের সাথে কথা বলেন ?

।। প্রথম কলকাতা ।।

Amitabh Bachchan: বিনোদনের মায়ানগর মুম্বাইতে জলসা, এখানেই স্বপ্নের নায়ক অমিতাভ থাকেন। যে বাড়ি, যে সম্পত্তি নিয়ে এখন ছেলে-মেয়ের মধ্যে ঝগড়া সেই জলসায় এমন কী আছে? বিগ বির ১০০ কোটির বাড়ির ভেতরটা দেখতে কেমন? দেওয়ালে দেওয়ালে দামী পেইনটিং! অ্যান্টিক কালেকশনে ছড়াছড়ি আচ্ছা এতো বড় বাড়ির মধ্যে অমিতাভের ঘর কোনটা? যাকে বলে রাজকীয় সাজসজ্জা। অথচ এই বাড়িটি কিনতে ১ টাকাও খরচ করতে হয়নি বিগ বিকে। বসার ঘরে একটি ষাঁড়ের ছবি কেন রেখেছেন বচ্চনরা? এই বাড়িতে আছে নিজস্ব রেকর্ডিং রুম। কোণায় কোণায় আভিজাত্য আচ্ছা প্রতিবেশীদের সাথে কেমন সম্পর্ক বচ্চন পরিবারের?পাশের বাড়ির সাথে কথা বলেন? আজ জলসার সব খুঁটিনাটি! অমিতাভ বচ্চনের সাথে কোন প্রতিবেশীর কেমন সম্পর্ক সব জানাবো আপনাদের।

এই বিশাল বাড়ি নিয়েই ছেলেমেয়েদের মধ্যে টানাটীানি। জলসা কার ভাগ্যে যাবে? অথচ অমিতাভকে তিলে তিলে এই বাড়ি সাজীাতে কত কষ্ট করতে হয়েছে একটা সময়ে।
অমিতাভ বচ্চনের শিল্পের প্রতি প্রেম ফুটে উঠেছে জলসার প্রতিটি কোনায় ছাদ থেকে মেঝে পর্যন্ত জানালা, ঘরের প্রতিটি দেয়ালে ঠাঁই পেয়েছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি। একটি দেওয়াল জুড়ে পরিবারের ছবি দিয়েই সাজানো। যেখানে সব জেনারেশানের ছবি বাঁধানো রয়েছে। জলসায় শুধু অমিতাভ বচ্চনের জন্য নিজস্ব একটা স্টাডি রুম আছে। যেখানে বসেই বই পড়া ও লেখালেখির কাজ করেন তিনি। শুটিং না থাকলে এই সাউন্ডপ্রুফ ঘরেই বেশির ভাগ সময় কাটান বিগ বি। বচ্চনদের জলসায় বসার ঘরে আঁকা একটি ষাঁড়ের ছবি আপনার নজর কাড়বেই। প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মনজিত বাবার হাতে আংকা। আনুমানিক চার কোটি টাকা দিয়ে ছবিটি কিনেছেন বিগ বি। যেটিকে শক্তির প্রতীক বলেই মনে করেন।

বসার ঘরে থরে থরে সাজানো আছে ফুলদানি। নতুন কোনো সিনেমার শুটিং কিংবা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে পরিচালকেরা আসেন অমিতাভ বচ্চনের অফিস রুমে। যার দেওয়াল জুড়ে সিনেমার পোস্টার। বিগ বির বাড়িতে একটা জিম আছে। যেখানে শুধু নিজের পরিবার নয়। বলিউডের অনান্য তারকারাও আসেন। জলসার সামনে আছে বেশ বড় এক বাগান। জানা গিয়েছে বচ্চন পরিবার নিজেদের মতো থাকে। এলাকায় কারোর সঙ্গে মেলামেশা খুব একটা করে না।

অমিতাভ বচ্চন নিজে কিন্তু এই বাড়ি কেনেননি! তাহলে? উপহার পেয়েছেন। তবে একেবারে নিঃস্বার্থ উপহারও নয়।
আশির দশকের অন্যতম হিট সিনেমা সত্তে পে সত্তার পারিশ্রমিক হিসেবে তাঁকে এই বাড়ি উপহার দিয়েছিলেন সিনেমার পরিচালক রমেশ সিপ্পি। অমিতাভ বচ্চনের বাড়ির সামনে রোজ বহু মানুষ ভিড় করে থাকেন। শুধু তাঁদের প্রিয় তারকাদের ক্ষণিকের দেখার অপেক্ষায়। কখনো দিন গড়িয়ে রাত হয়ে যায়। কেু অপেক্ষা করে দেখা পান। আবার কেউ পান না।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version