FIFA World Cup 2022: প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়োজক কাতার

।। প্রথম কলকাতা ।।

ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে যাওয়া প্রথম দেশ আয়োজক কাতার। ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নেদারল্যান্ডস ইকুয়েডরের বিপক্ষে ড্র করায় এবং দিনের শুরুতে সেনেগালের বিপক্ষে কাতার হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো। স্বাগতিক দেশ একমাত্র দল যারা টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে কোনো পয়েন্ট অর্জন করেনি, যেখানে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস নিজেদের মধ্যে অন্তত একটি করে ম্যাচ জিতেছে।

 

কাতার তাদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে পরাজিত হয়। উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে সেই ম্যাচে কাতারের উপর আঘাত হানেন ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। দ্বিতীয় খেলায় তারা সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কাতারের এখনও একটি খেলা বাকি। কাতারের দলটি এশিয়ার অন্যতম সেরা দল ইউরোপ এবং এশিয়ার মধ্যে মানের পার্থক্যকে নির্দেশ করে। টুর্নামেন্টে ঐতিহ্যগত ফুটবলিং পাওয়ার দলগুলির সঙ্গে কোন মিল খুঁজে পায়নি।

 

সেনেগালের বিরুদ্ধে হারের পর আল থুমামা স্টেডিয়ামের বাইরে কাতারের ভক্ত এমাম আবদুল রহমান রয়টার্সকে জানায়, “আমরা এই দলের কাছ থেকে অনেক বেশি আশা করছিলাম, তারা এমন একটি ম্যাচ খেলেছে যা খুবই নিম্নমানের। এটা বিশ্বকাপ খেলা নয়। আমরা অন্তত এটি উপভোগ করতে চেয়েছিলাম। এটা একেবারেই লজ্জাজনক ছিল।”

 

সেই কাতারি ভক্ত আরও বলেন, “আমরা উদ্বোধনী ম্যাচে তাদের মাফ করে দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে তারা চাপে ছিল কারণ এটি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ছিল এবং পুরো বিশ্ব সেখানে ছিল। কিন্তু আজ, তারা আমাদের প্রয়োজনের চেয়ে বেশি হতাশ করেছে।”

Exit mobile version