Indrani-Aparajita Game Show: ‘ঘরে ঘরে জি বাংলা’, নতুন বছরে নতুন রূপে অপরাজিতা-ইন্দ্রাণী

।। প্রথম কলকাতা।।

Indrani-Aparajita Game Show: নতুন বছরে নতুন রূপে টিভির পর্দায় ধরা দিতে চলেছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। আগামী ২ জানুয়ারি থেকে টিভির পর্দায় নতুন ভাবে হাজির হচ্ছেন অভিনেত্রী। নন ফ্রিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’য় দেখা যাবে তাঁকে। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। তবে পর্দার ‘পরমা’ ছাড়াও এই শোতে সঞ্চালিকা রূপে দেখা মিলবে ‘লক্ষ্মী কাকিমা’র। বছর শেষ হওয়ার সঙ্গে শেষ হয়েছে অপরাজিত আঢ্যর ধারাবাহিক ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। নতুন ধারাবাহিকের চাপে দিন দিন কমছিল টিআরপি। অবশেষে বন্ধ হল সিরিয়াল। ধারাবাহিক শেষ হবার খবর পেতেই দুঃখ প্রকাশ করেছেন ভক্তরা। কিন্তু এবার তাঁকে দেখা যাবে ‘জি বাংলা’র এই নন ফ্রিকশন শোতে। বিগত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল, এবার প্রোমো সামনে আসতেই সিলমোহর পড়েছে তাতে। একজন নয়, একজোড়া অভিনেত্রী সঞ্চালনা করবেন এই শোর।

প্রথমে ইন্দ্রাণী হালদারকেই সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল। এরপর জানা গিয়েছে, সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অপরাজিতা আঢ্যও (Aparajita Auddy)। এই শোতে মজার খেলার পাশাপাশি থাকবে নির্ভেজাল আড্ডা ও গান-বাজনা। শহরের বিভিন্ন পরিবারদের সঙ্গে মিলে হবে এই শো। প্রতিযোগীদের বাড়িতে টিম সহ নিজেরাই পৌঁছাবেন দুই অভিনেত্রীদের মধ্যে যে কোনও একজন। প্রতি সোম থেকে শনি বিকেল সাড়ে ৪টেতে দেখা মিলবে এই গেম শোর। যেখানে আগে দর্শকরা দেখত সুদীপার ‘রান্নাঘর’।

তবে শোর ঝলক সামনে আসতেই মনে হয়েছে, একসময় ঠিক যেমন ‘রোজগেরে গিন্নি’ হত, ঠিক সেরম আদলে এই শো। এখানে মূলত বাঙালি যৌথ পরিবারের ভালবাসা এবং একতাকে তুলে ধরা হবে। বর্তমান প্রজন্মের কাছে পরিবারের জটিল মূল্যবোধ এবং জীবনকাহিনীকে জীবন্ত করে তোলাই এই শোর মূল উদ্দেশ্য। এক কথায় একটি পারিবারিক গেম শো, যেখানে আনন্দের পাশাপাশি দর্শকরা সাক্ষী থাকবে আবেগময় যাত্রার। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, ধীরে ধীরে তা জানতে পারবে দর্শকরা। এখন দেখার, এই নতুন শো কতটা দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version