HCA Film Awards 2023 : ঝুলিতে হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড! জয়জয়কার ‘RRR’-এর

।। প্রথম কলকাতা।।

HCA Film Awards 2023 : ‘ক্রিটিক্স চয়েজ’ এবং ‘গোল্ডেন গ্লোবে’র পর এবার RRR পেছনে ফেলল টম ক্রুশের ‘টপ গান’ ছবিকে । ২০২৩ সালের হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন সেরা ফিল্ম অ্যাওয়ার্ডে ( HCA Award) ভূষিত হল এসএস রাজামৌলির পরিচালিত ছবি RRR। শুধু তাই নয়, এই ছবিটি ‘বেস্ট অরিজিনাল গান’ এবং বেস্ট স্টান্টস’ ক্যাটাগরিতেও সেরার পুরস্কার পেয়েছে। রাজামৌলির এই ছবিটি এবার গড়ল এক নতুন রেকর্ড।

ছবির পরিচালক রাজামৌলি ( Rajamouli) গোটা টিমের তরফ থেকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে RRR এর প্রতিনিধিত্ব করেন । তিনি অ্যাওয়ার্ড হাতে নিয়ে যে বক্তৃতা দেন তা বর্তমানে রীতিমতো ভাইরাল। মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। তিনি বলেন, ‘ আমার মনে হয় ব্যাক স্টেজে গিয়ে আমাকে চেক করতে হবে , কারণ ইতিমধ্যেই মনে হচ্ছে আমার ডানা গজাতে শুরু করেছে। অনেক ধন্যবাদ । আমি ভাষায় প্রকাশ করতে পারব না যে এটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ’। একই সঙ্গে তিনি বলেন, ‘ আমরা বেস্ট স্টান্টস ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এই বেস্ট স্টান্টস ক্যাটাগরি সেরা স্টান্টস কোরিওগ্রাফারদের জন্য । আমি মনে করি এটা পুরো টিমের কাজ । তাঁরা দর্শকদের মনোরঞ্জন করার জন্য নিজেদের জীবন বাজি রাখেন ‘।

স্টান্ট কোরিওগ্রাফারদের জন্য আলাদা একটি ক্যাটাগরি অ্যাওয়ার্ড রাখা উচিত, কারণ তাঁরা সত্যিই যোগ্য। আর শুধুমাত্র ভারতের স্টান্ট কোরিওগ্রাফারদের জন্য নয়, গোটা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির স্টান্ট কোরিওগ্রাফার যারা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন, তাঁরা সকলেই প্রশংসার ভাগীদার। তিনি নিজের বক্তব্য শেষ করেন হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। তাঁর কথায়, ‘ আমি এখন উড়ছি’।

২০২২ সালে মুক্তি পায় RRR সিনেমাটি । এই সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেয়েছিল এবং ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনেই তার আয় সর্বকালের রেকর্ড গড়তে সক্ষম হয়। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ছিল এই ছবিটি । জানা যায়, RRR সিনেমাটি ব্যবসা করে প্রায় বারোশো কোটি টাকার। এটি এমন একটি ভারতীয় সিনেমা যা প্রথম মনোনয়ন পায় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে । রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি এই অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দিতা করছিল ‘টপ গান: ম্যাভেরিক’, ‘Batman’, ‘দ্য আনবেয়ারেবল ওয়েট অফ ম্যাসিভ ট্যালেন্ট’, ‘এলভিস’ সহ একাধিক সিনেমার সঙ্গে। তবে অবশেষে এই ভারতীয় সিনেমা হাতের মুঠোয় আনলো হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডকেও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version