।। প্রথম কলকাতা ।।
বুধবার কটকের বারাবাতি স্টেডিয়ামে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়ল পুরুষদের হকি বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান রণবীর সিং এবং দিশা পাটানির মতো বলি তারকারা। সুরের তালে মঞ্চ মাতান নীতি মোহান ও পপ ব্যান্ড ব্ল্যাকসোয়ান। ওড়িশি নৃত্যের কিংবদন্তি গুরু অরুণা মোহান্তীর সৈন্যদলের নেতৃত্বে একটি অতীন্দ্রিয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্যটি ওড়িশার সহজাত চেতনাকে প্রতিফলিত করে এবং সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায়।
এফআইএইচ হকি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৩-এর অফিসিয়াল অ্যান্থেম”হকি হ্যায় দিল মেরা” গানটির রচয়িতা প্রীতম এবং ১১ জন গায়ক যারা মূল গানটি গেয়েছিলেন এদিন মঞ্চে গানটি সরাসরি পরিবেশন করেন। মঞ্চে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভারতের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি।
এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরাম তার ভাষণে ওড়িশাকে পরপর দুবার মেগা ইভেন্ট হোস্ট করার জন্য প্রশংসা করেন। এবং রাজ্যটিকে “হকির দেশ” বলে অভিহিত করেন।
অন্যদিকে অনুরাগ ঠাকুর ওড়িশা সরকারকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে ভারত ও রাজ্যের জনগণের উত্সাহ খেলাটির প্রতি তাদের ভালবাসা দেখিয়েছে। তিনি বলেছিলেন যে কেন্দ্র সর্বদা এই জাতীয় ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য রাজ্যগুলিকে সহায়তা করবে।
পট্টনায়েক বলেন যে ওড়িশা দীর্ঘদিন ধরে তার আতিথেয়তার জন্য পরিচিত এবং আশা করেছিলেন যে প্রতিটি দর্শনার্থী রাজ্যে তাদের থাকার ভাল স্মৃতি ফিরিয়ে নেবে। তিনি পরপর দুবার পুরুষ হকি বিশ্বকাপ আয়োজনে ওড়িশাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান।
Opening Ceremony of FIH Odisha Hockey Men's World Cup 2023 begins at Barabati Stadium, Cuttack, Odisha. #HWC2023 | @IndiaSports | @TheHockeyIndia | @ianuragthakur | @YASMinistry | @Naveen_Odisha | #HockeyWorldCup2023 | @Media_SAI | #HockeyIndia pic.twitter.com/DeQ4uCqa3f
— All India Radio News (@airnewsalerts) January 11, 2023