Hockey World Cup 2023 : হকি বিশ্বকাপে ১৬ দলের স্কোয়াড

।। প্রথম কলকাতা ।।

 

শুরু হতে চলেছে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩। আগামী ১৩ থেকে ২৯ জানুয়ারি ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় বসছে হকি বিশ্বকাপের আসর। মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এই মেগা টুর্নামেন্টে। প্রতিটি দলই তাদের ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে। ১৩ জানুয়ারী বিসরা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে বিশ্বজয়ের অন্যতম দাবিদার ভারত। ভারত ছাড়াও বিশ্বজয়ের অন্যতম দাবিদার বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়াম ও তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। চলুন দেখে নেওয়া ১৬টি স্কোয়াড।

 

আর্জেন্টিনা: জুয়ান ক্যাটান, ফ্যাকুন্ডো জারাতে, নিকোলাস কিনান, মাইকো ক্যাসেলা, টমাস সান্তিয়াগো, মার্টিন ফেরেরিরো, লুকাস তোস্কানি, লুকাস ভিলা, নিকোলাস ডেলা তোরে, নিকোলাস সিসিলিও, সান্তিয়াগো তারাজোনা, ফেদেরিকো মোনজা, টমাস ডোমেন, মাতিয়াস রে (অধিনায়ক), অগাস্টিন মাজিলি, থমাস হাবিফ, অগাস্টিন বুগালো, এমিলিয়ানো বসো
রিজার্ভ: অগাস্টিন ম্যাচেলেট, বাউটিস্তা কাপুরো

 

অস্ট্রেলিয়া: ল্যাচলান শার্প, ব্লেক গভার্স, টম ক্রেগ, টম উইকহ্যাম, ম্যাট ডসন, জেরে, নাথান এফ্রামস, জ্যাক হার্ভি, জোহান ডার্স্ট, জোশুয়া বেল্টজ, এডি ওকেন্ডেন (অধিনায়ক), জ্যাকব ওয়েটন, টিম হাওয়ার্ড, আরান জালেউস্কি (অধিনায়ক), ফ্লাইন ওগিলভি, ড্যানিয়েল বিয়েল, টিম ব্র্যান্ড, অ্যান্ড্রু চার্টার
রিজার্ভ: জ্যাকব অ্যান্ডারসন, ডিলান মার্টিন

 

বেলজিয়াম: লোইক ভ্যান ডোরেন, আর্থার ভ্যান ডোরেন, ভিনসেন্ট ভানাশ, জন-জন ডোহমেন, ফ্লোরেন্ট ভ্যান আউবেল, টম বুন, সেবাস্টিয়ান ডকিয়ার, সেড্রিক চার্লিয়র, গাউথিয়ার বোকার্ড, নিকোলাস ডি কারপেল, আলেকজান্ডার হেন্ড্রিক্স, ফেলিক্স ডেনায়ার (অধিনায়ক), সাইমন গগনার্ড, ডি আর্থার স্লোওভার, লোইক লুইপের্ট, অ্যান্টোইন কিনা, ভিক্টর ওয়েগনেজ, ট্যানগুই কসিন
রিজার্ভ: ম্যাক্সিম ভ্যান ওস্ট, থিবেউ স্টকব্রোএক্স

 

চিলি: আরায়া অগাস্টিন, জুয়ান পুরসেল, আদ্রিয়ান হেনরিকেজ, ভিসেন্তে গনি, ফার্নান্দো রেঞ্জ (অধিনায়ক), হোসে মালডোনাডো, মার্টিন রদ্রিগেজ, কে গেসউয়েন, আন্দ্রেস পিজ্জারো, হুয়ান আমরোসো, হোসে হুরতাডো, ফিলিপে রেঞ্জ, ইগনাসিও কনট্রাডো, রাইমুন্ডো ভ্যালেনজুয়েলা, অ্যাক্সেল রিটচার, অ্যাক্সেল ট্রাঙ্কসো, নিলস স্ট্রাবুচ্চি, ফ্রাঙ্কো বেসেরা
রিজার্ভ: অগাস্টিন আমরোসো, উইলিয়াম এনোস

 

ইংল্যান্ড : ডেভিড আমেস (অধিনায়ক), জেমস অ্যালবেরি (সহ-অধিনায়ক), লিয়াম আনসেল, নিক বান্দুরাক, উইল ক্যালনান, ডেভিড কনডন, ডেভিড গুডফিল্ড, হ্যারি মার্টিন, জেমস মাজারেলো, নিক পার্ক, অলি পেইন, ফিল রোপার, স্কট রাশমের, লিয়াম সানফোর্ড, টম সোর্সবি, জ্যাক ওয়ালেস (সহ-অধিনায়ক), জ্যাক ওয়ালার, স্যাম ওয়ার্ড
রিজার্ভ: ব্রেন্ডন ক্রিড, ইয়ান স্লোন

 

জার্মানি: আর্থার থিফ্রি, ম্যাটিও ডেসগউইলন্স, পিটার ভ্যান স্ট্রেটেন, স্ট্যানিসলাস ব্র্যানিকি, গ্যাসপার্ড জেভিয়ার, সাইমন মার্টিন-ব্রিসাক, ব্লেইস রোজিউ, ভিক্টর লকউড, চার্লস ম্যাসন, গ্যাসপার্ড বামগার্টেন, ফ্রাঁসোয়া গয়েট, নো জোইন, জিন-বাপ্টি, ইলিস্টে, ইলিস্টে, নো জোইন, ভিক্টর শার্লেট (অধিনায়ক), ব্রিউক ডেলেমাজুর, এডগার রেইনড
রিজার্ভ: কোরেন্টিন সেলিয়ার, টিমোথি ক্লেমেন্ট

 

ভারত: অভিষেক, সুরেন্দর কুমার, মনপ্রীত সিং, হার্দিক সিং, জারমানপ্রীত সিং, মনদীপ সিং, হারমনপ্রীত সিং (অধিনায়ক), ললিত উপাধ্যায়, কৃষাণ পাঠক, নীলম সঞ্জীপ জেস, পিআর শ্রীজেশ, নীলকান্ত শর্মা, শমসের সিং, বরুণ কুমার, আকাশদীপ সিং, অমিত রোহিদাস (সহ-অধিনায়ক), বিবেক সাগর প্রসাদ, সুখজিৎ সিং
রিজার্ভ: রাজকুমার পাল, জুগরাজ সিং

 

জাপান: কোজি ইয়ামাসাকি, শোটা ইয়ামাদা, ইউসুকে কাওয়ামুরা, ইয়ামাতো কাওয়াহারা, সেরেন তানাকা (অধিনায়ক), কেনতারো ফুকুদা, তাইকি তাকাদে, তাকুমা নিওয়া, রাইকি ফুজিশিমা, কেন নাগায়োশি, হিরো সাইতো, রিওসেই কাতো, রিওমা ওওকা, মাসাকি ওহাশি, কাইতো তানাকা, কিশো কুরুদা, মাসাতো কোবায়াশি, তাকাশি ইয়োশিকাওয়া
রিজার্ভ: ইউমা নাগাই, হিরোমাসা ওচিয়াই

 

মালয়েশিয়া: আদ্রিয়ান আলবার্ট, হাফিজউদ্দিন ওথমান, হাসান নাজিব, রাজী রহিম, রোজলি রমজান, জলিল মারহান, হামসারি আশরান, সারি ফয়জল, মুহাম্মাদ আমিনুদিন, আশরি ফিরান, শেলো সিলভেরিয়াস, ফয়েজ জালি, হাসান আজুয়ান, সুমন্তরি নরস্যাফিক, নাজমি জাজলান, শাহরিল সাবাহ, মিজুন জুল পিদাউস, আজহার আমিনুল
রিজার্ভ: টেংকু, শাহমি সুহাইমি

 

নেদারল্যান্ডস: মরিটস ভিসার, লার্স বাল্ক (সহ-অধিনায়ক), জোনাস ডি গিউস, থিজস ভ্যান ড্যাম, থিয়েরি ব্রিঙ্কম্যান (অধিনায়ক), সেভ ভ্যান অ্যাস, জরিট ক্রুন, টেরেন্স পিটার্স, ফ্লোরিস ওয়ারটেলবোয়ার, টিউন বেইনস, জেপ হোয়েডেমেকার্স, কোয়েন বিজেন, স্টেইনিং ভ্যান হেইজ, পিরমিন ব্লাক, জিপ জানসেন, টিজমেন রেইজেঙ্গা, জাস্টেন ব্লক, ডেরক ডি ভিল্ডার
রিজার্ভ: জ্যাসপার ব্রিঙ্কম্যান, ডেনিস ওয়ার্মার্ডাম

 

নিউজিল্যান্ড: ডম ডিক্সন, ডেন লেট, সাইমন চাইল্ড, নিক রস, স্যাম হিহা, কিম কিংস্টন, জ্যাক স্মিথ, স্যাম লেন, সাইমন ইয়রস্টন, আইদান সারিকায়া, নিক উডস, জো মরিসন, লিওন হেওয়ার্ড, কেন রাসেল, ব্লেয়ার ট্যারান্ট, শন ফিন্ডলে, হেডেন ফিলিপস, চার্লি মরিসন
রিজার্ভ: কনর গ্রিনট্রি, ডেভিড ব্রাইডন

 

দক্ষিণ আফ্রিকা: এনকোবিল এনটুলি, ব্র্যাড শেরউড, কনর বিউচ্যাম্প, ড্যান বেল, দায়ান ক্যাসিয়েম (অধিনায়ক), এস্তিয়ান ক্রিক, গোয়ান জোন্স, গাই মরগান, জ্যাক ভ্যান টোন্ডার, জেথ্রো ইউস্টিস, কিনান হর্ন, মুস্তাফা ক্যাসিয়েম, নিক স্পুনার, এনদুদুজু লেমবেথে, রায়ান জুলিয়াস, সামকেলো এমভিএম্বি, শিলে নাগুবানে, টেভিন কোক।
রিজার্ভ: টাইসন ডলুংওয়ানা, লুক উইনফোর্ড

 

দক্ষিণ কোরিয়া : কিম জাহেইয়ন, লি গ্যাংসান, লি নাময়ং, জং মাঞ্জে, হোয়াং তাইল, লি জুংজুন, সিও ইনউউ, জি উ চিওন, লি হাইসেউং, কিম জায়েহান, কিম সুংহিউন, জিওং জুনউ, লি সেউংহুন, কিম হায়ংজিন, জ্যাং জংহুন, জিওন বাই, জিহুন, লি জুইয়ং
রিজার্ভ: কিম হাইওনহং, কিম কিউবিওম

 

স্পেন: আন্দ্রেয়াস রাফি, আলেজান্দ্রো আলোনসো, সিজার কুরিয়েল, জাভি গিসপার্ট, বোর্জা ল্যাকেলে, আলভারো ইগলেসিয়াস, ইগনাসিও রদ্রিগেজ, এনরিক গঞ্জালেজ, জেরার্ড ক্লেপস, আন্দ্রেয়াস রাফি, জর্ডি বোনাস্ত্রে, জোয়াকিন মেনিনি, মারিও গ্যারিন, মার্ক রেইন, মার্ক মিরালেস (অধিনায়ক), পেপে কুনিল, মার্ক রেকাসেনস, পাউ কুনিল, মার্ক ভিজকাইনো
রিজার্ভ: রাফায়েল ভিলালোঙ্গা, পেরে আমাত

 

ওয়েলস: টবি রেনল্ডস-কোটেরিল, রাইস পেইন, গ্যারেথ ফারলং, ড্যানিয়েল কিরিয়াকাইডস, হাইয়েল জোন্স, ইওন ওয়াল, স্টিভ কেলি, লুইস প্রসার (অধিনায়ক), ডেল হাচিনসন, জ্যাকব ড্রেপার, গ্যারেথ গ্রিফিথস, রিস ব্র্যাডশ, রুপার্ট শিপারলি (অধিনায়ক), ফ্রেড নিউবোল্ড, বেন ফ্রান্সিস, লুক হকার (অধিনায়ক), জেমস কারসন, জ্যাক প্রিচার্ড
রিজার্ভ: রোদ্রি ফারলং, জোলিয়ন মরগান

Exit mobile version