Hockey India: ক্রেগ ফুলটনকে ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে হকি ইন্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

 

Hockey India: ৩ মার্চ ক্রেগ ফুলটনকে (Craig Fulton) ভারতীয় পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল হকি ইন্ডিয়া। ওড়িশায় হকি বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের ব্যর্থতার পর প্রধান কোচের পদ ছাড়েন গ্রাহাম রিড। ৪৮ বছর বয়সী ফুলটন অনেক অভিজ্ঞতা নিয়ে দলে ভারতীয় হকি দলে যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকান এই কোচ ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে আইরিশ দলের প্রধান কোচ ছিলেন। সেই সময় তিনি তাদের ২০১৬ সালে রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন।

ফুলটন টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বেলজিয়াম দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী বেলজিয়াম দলের কোচিং স্টাফের অংশ ছিলেন। ফুলটনের নিয়োগ সম্পর্কে কথা বলতে গিয়ে, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কি বলেছেন যে তিনি ৪৮ বছর বয়সী কোচকে নিয়ে আসার সিদ্ধান্তে সন্তুষ্ট এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

 

তির্কি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হকি ইন্ডিয়া ভারতীয় পুরুষ হকি দলের প্রধান কোচের ভূমিকার জন্য ক্রেগ ফুলটনকে চূড়ান্ত করেছে৷ আমি তার বিরুদ্ধে খেলার সম্মান পেয়েছি এবং এখন আমি পুরুষদের হকি দলের হয়ে এই নতুন পর্বে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। তিনি কোচিংয়ে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসছেন এবং তার কাজের নৈতিকতা বিশ্ব হকিতে দলের পারফরম্যান্স বাড়ানোর আত্মবিশ্বাসকে প্ররোচিত করে। আমি ক্রেগকে ভারতে স্বাগত জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই।”

 

অন্যদিকে সদ্য নিযুক্ত কোচ ক্রেগ ফুলটন বলেন, “ভারতীয় পুরুষ হকি দলের প্রধান কোচের ভূমিকায় নিযুক্ত হওয়া সম্মানের। ভারতের একটি গভীর ইতিহাস আছে এবং খেলার উত্তরাধিকার রয়েছে। আমি বর্তমান দলের সঙ্গে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে উন্মুখ আছি, দলে কিছু খুব প্রতিশ্রুতিশীল প্রতিভা রয়েছে।”

Exit mobile version