Anupam Kher: মুক্তির ১৩ দিনেও হিট ‘পাঠান’, ছবি নিয়ে কী বললেন অনুপম খের

।। প্রথম কলকাতা।।

Anupam Kher on Pathaan: এত দিন পর একটা ছবির মত ছবি হয়েছে শাহরুখের। একটা ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছে বলিউড। একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে কিং খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan)। বাদশার এই ছবিকে নিয়ে উচ্ছ্বসিত বলি পাড়ার তারকারাও। এবার শাহরুখের ছবি নিয়ে প্রথমবার কথা বলেছেন অনুপম খের (Anupam Kher)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি ১২ দিনে বিশ্বব্যাপী ৮৩২.২ কোটির ব্যবসা করেছে। সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যেভাবে ‘পাঠান’ সাফল্য পেয়েছে, তা প্রশংসার যোগ্য। কারণ এই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল প্রচুর বিতর্ক। এমনকি ছবি বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছিল।

কিন্তু ছবিটি কিং খানের, এটা কোনওভাবেই ভুললে চলবে না। সমস্ত সমালোচনা-বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ-দীপিকা-জন (Shah Rukh-Deepika-John) অভিনীত ‘পাঠান’। আর ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঠানের সাফল্য প্রসঙ্গে অনুপম খের জানান, ‘কোনও ট্রেন্ড থেকে নিশ্চয়ই আপনি সিনেমা দেখতে যাবেন না। সাধারণত কেউই ওভাবে যায় না। যদি ছবির ট্রেলার পছন্দ হয়, তবেই সিনেমা হলে টাকা খরচা করে ছবি দেখতে যায় মানুষ। ট্রেলার দেখার পরেই লোকে নিজের মনে ঠিক করে নেয়, আমাকে এই ছবিটা দেখতেই হবে। আর তাতেই হিট করে ছবি’।

অভিজ্ঞ তথা বর্ষীয়ান অভিনেতার বক্তব্য, ‘দর্শকরা কখনও ছবি বয়কট করেনি। যখন কোভিড মহামারীর (Corona) মধ্যে দিয়ে গিয়েছি, লকডাউন চলছিল, তখন সকলকে ঘরে বসে থাকতে বলা হয়েছিল। বহু বছর পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই সময় বিনোদনের অন্য মাধ্যম খুঁজে নিয়েছে দর্শকরা। ওটিটি প্ল্যাটফর্মগুলি তখন জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। লোক নিজেদের পছন্দমত সিনেমা, ওয়েব সিরিজ দেখতে শুরু করে। আর সেখান থেকে মানুষকে বের করে আনতে একটু তো সময় লাগবেই’। করোনা মহামারীর জেরে সিনেমা হলকে ভুলতে বসেছিল মানুষ। কিন্তু ‘পাঠান’-এর কারণে ফের সিনেমা হলের বাইরে লাইন দেখা গিয়েছে মানুষের। ছবি দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত জনতা, অন্যদিকে দিনের পর দিন ছবি হাউসফুল হওয়ায় আনন্দের সীমা নেই বলিউডের তারকাদের। পরবর্তীতে শিব শাস্ত্রী বালবোয়া ছবিতে দেখা যাবে অনুপম খেরকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version