FIFA World Cup 2022 : ‘হেক্সা’ জয়ে ব্রাজিলের বড় বাধা! গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার

।। প্রথম কলকাতা ।।

‘হেক্সা’ জয়ে ব্রাজিলের বড় বাধা নেইমারের চোট। কাতার বিশ্বকাপের সূচণাটা দুর্দান্ত করলেও স্বস্তিতে নেই সেলকাওরা। নেইমারের চোট ভাবিয়ে তুলেছে তিতের দলকে। ব্রাজিল দলে আক্রমণভাগে অভাব নেই তারকাদের। তবুও সেলকাওদের প্রাণভোমরা যে নেইমার সেকথা সকলেরই জানা। তাই ব্রাজিল কোচ তিতে আশ্বস্ত করলেও সমর্থকদের মনে একটা শঙ্কা রয়েই গিয়েছিল।

আর সেই শঙ্কাই বাস্তবায়িত হল। বিশ্বকাপ থেকে ছিটকে না গেলেও গ্রুপ পর্বের ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন নেইমার। চোটের কারণে ছিটকে গেলেন ব্রাজিলের আর এক তারকা দানিলো। ব্রাজিলের গ্রুপ পর্বের পরবর্তী দুটি ম্যাচ সুইৎজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে। দুই ম্যাচেই মাঠে নামতে পারবেন নেইমার ও দানিলো। তাই চিন্তার ভাঁজ তিতের কপালে।

সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ডাগআউটে কাঁদতে দেখা যায় পিএসজি তারকাকে। ফোলা গোড়ালি নিয়ে কিছুটা খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। তখন অনেকেই ভেবেছিলেন চোট খুবই গুরুতর। এবার কি বিশ্বকাপের শুরুতেই শেষ হয়ে যাবে ব্রাজিলের স্বপ্নসারথীর পথচলা? তবে সেই আশঙ্কা সত্যি না হলেও গ্রুপ পর্বের ম্যাচে ডাগআউটেই কাটাতে হবে ব্রাজিলের প্রাণভোমরাকে।

বিশ্বকাপে নেইমারের ভাগ্য খুব একটা সু-প্রসন্ন নয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পিঠে মারাত্মক চোট পেয়ে শেষ হয়ে গিয়েছিল বিশ্বকাপ অভিযান। আগামী সোমবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় সুইৎজারল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Exit mobile version