Govinda: ৯০ দশকের ‘হিরো নং ১’, শুভ জন্মদিন গোবিন্দা

।। প্রথম কলকাতা ।।

Govinda: বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। একাধিক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রির ছোটে মিয়া। অ্যাকশন থেকে কমেডি সবেতেই সাবলীলভাবে অভিনয় করেছেন। ১৯৬৩-র আজকের দিনেই জন্ম হয় তাঁর। জন্মদিনের শুভেচ্ছা গোবিন্দাকে (Govinda)।

বাবা অরুণ আহুজা তাঁকে অভিনয় জগতে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। যদিও মা চেয়েছিলেন ব্যাঙ্কে চাকরি করুক ছেলে। অনেক ছোট থেকেই অভিনয়ে কাজ করার চেষ্টা করেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। মহারাষ্ট্রের (Maharashtra) ভাসাইয়ে অবস্থিত আন্নাসাহেব ভার্তাক কলেজে পড়াশুনা করেছেন তিনি। ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) সিনেমা দেখে নাচের প্রতি তাঁর উৎসাহ জাগে। ‘ইলযাম’ ছবির হাত ধরে তাঁর অভিষেক ঘটে। ‘Tan-Badan’-এ প্রধান অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক ছিলেন তাঁর চাচা আনন্দ। পরবর্তীতে ১৯৮৬-তে ‘লাভ ৮৬’-এ কাজ শুরু করেন। এরপর একে একে ছবির অফার আসতে থাকে তাঁর কাছে।

‘দরিয়া দিল’, ‘জিতে হ্যায় শান সে’, ‘হাম’, ‘মারতে দম তক’, ‘মেরি জাং’- এর মত একাধিক সিনেমায় কাজ করেছে ‘হিরো নং ১’। ৮০-র দশকে তাঁর সবথেকে বেশি সিনেমা মুক্তি পেয়েছে। ৯০-এর দশকে ক্লাসিক সিনেমা ‘আওয়ার্গি’তে কাজ করেছেন তিনি। অনিল কাপুর (Anil Kapoor), গোবিন্দা এবং মীনাক্ষী শির্ষাদ্রী প্রধান চরিত্রে অভিনয় করেন সিনেমায়। ১৯৯২-এ তাঁর সমালোচক কর্তৃক প্রশংসিত সিনেমা ‘জুলুম কো হুকুমাত’, যা ‘দ্য গডফাদার’ সিনেমার ভারতীয় পুনঃনির্মাণ। যেখানে তাঁর অভিনয় প্রচুর প্রশংসা পেয়েছে।

ষাটের গোঁড়ায় এসেও স্টারডম এখনও তাঁর পিছু ছাড়েনি। খুব কম লোকই জানেন ২১ বছর বয়সেই তিনি ৫০ দিনের মধ্যে ৪৯টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেকথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। গোবিন্দা ভারতীয় ক্লাসিক্যাল নাচের প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করেছেন রাজেশ খান্না (Rajesh Khanna) থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলের সাঙ্গেই। ১২ বার ফিল্মফেয়ার (Filmfare) পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা পুরস্কার অর্জন করেছেন এই প্রাক্তন রাজনীতিবীদ।

অন্যদিকে জনপ্রিয়তার পাশাপাশি বিটাউনের অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে নাম জড়িয়েছে তাঁর। এমনকি কানাঘুষো শোনা গিয়েছিল, নীলমকে বিয়ে করতে চেয়েছিলেন গোবিন্দা। কিন্তু মায়ের কারণে তা হয়ে ওঠেনি। বর্তমানে রুপোলি পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। কিন্তু রিয়ালিটি শোর মঞ্চে মাঝেমধ্যেই দেখা মেলে তাঁর। কখনও কোনও শো’র বিচারকের আসনে দেখা যায় তাঁকে। ১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে তাঁদের একটি ছেলে ও মেয়ে রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version