Khagendranath Mitra: শিশু সাহিত্যিকের সঙ্গে বিপ্লবী রাজনৈতিক কর্মী ছিলেন তিনি, শুভ জন্মদিন খগেন্দ্রনাথ মিত্র

।। প্রথম কলকাতা ।।

Khagendranath Mitra: বাংলা শিশু সাহিত্যের জগতে উজ্জ্বল নক্ষত্র তিনি। উপেন্দ্রকিশোর, যোগীন্দ্রনাথ, সুকুমার রায়, অবনীন্দ্রনাথের সঙ্গে নেওয়া হয়ে থাকে তাঁর নামও। বাংলা শিশু সাহিত্যের ইতিহাস বদলে রেখে দিয়েছেন তিনি। এক কথায় শিশু সাহিত্যের বুনিয়াদ গড়তে অন্যতম ভূমিকা নিয়েছেন। ১৮৯৬-এর ২ জানুয়ারি কলকাতায় জন্ম হয় খগেন্দ্রনাথ মিত্রের (Khagendranath Mitra)।

ছোটবেলার দিনগুলি কেটেছে অভাব অনটনের মধ্যে দিয়ে। পিতা শৈলেন্দ্রনাথ কাজ করেছেন শিলাইদহে ঠাকুর এস্টেটে। লেখকের পড়াশুনা শুরু হয়েছিল শ্যামপুকুরের এক পাঠশালায়। পরে তিনি কুষ্টিয়ায় ঠাকুরদার কাছে চলে যান। এরপর সেখানে ঠাকুরদার তত্ত্বাবধানে শুরু হয় লেখাপড়া। ছোটবেলায় খেলাধুলা আর অভিনয়ে পারদর্শী ছিলেন তিনি। এর পর বাঘা যতীনের সংস্পর্শে এসে সন্ত্রাসবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন। এমনকি কলকাতায় (Kolkata) সিটি কলেজে পড়ার সময় গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশ নেন তিনি। তবে এসবের মাঝে বিএ পরীক্ষার ফি দিয়েও, শেষ পর্যন্ত পরীক্ষা দেননি লেখক। পরে ১৯২০-তে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Deshbandhu Chittaranjan Das) প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে স্নাতক হন। জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করেছেন।

কিছু সময় চাকরি করেছেন রেলে। এছাড়া বহু পত্রিকায় লেখালেখি করেছেন তিনি। যেমন- ‘বাঁশরী’, ‘ভারতবর্ষ’, ‘প্রবাসী পত্রিকা’, ‘পঞ্চপুষ্প’ ইত্যাদি। পরবর্তীতে সাহিত্য সেবায় মন দেন খগেন্দ্রনাথ। সাহিত্য রচনা তাঁর জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে। তাঁর প্রথম বড় রচনা ‘আফ্রিকার জঙ্গলে’, ১৯২২-এ প্রকাশিত হয়। বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে ‘ভোম্বল সর্দার’, ‘বাগদি ডাকাত’, ‘পাতালপুরীর কাহিনী’, ‘ঝিলে জঙ্গলে’ ইত্যাদি অন্যতম। ভোম্বল সর্দার গ্রন্থটি হিন্দি ও রুশ ভাষায় অনূদিত হয়েছে। তিনি অ্যাডভেঞ্চার ও ভৌতিক কাহিনী রচনাতেও পারদর্শী ছিলেন। ‘নতুন মানুষ’, ‘ছোটদের মহল’, ‘সপ্তডিঙ্গা’, ‘বার্ষিক শিশুসাথী’ ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন তিনি। শিশুদের জন্য একের পর এক গল্প লিখে গিয়েছেন এই ব্যক্তিত্ব। ছোটদের প্রিয় লেখকের তালিকায় নাম আসে তাঁর। ‘শতাব্দীর শিশুসাহিত্য ১৮১৮-১৯৬০’ বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য সংযোজন। সাহিত্য দুনিয়ায় তাঁর অবদানের জন্য তাঁকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। কিন্তু কিছু কারণে তিনি সেই পুরস্কার গ্রহণ করেননি। কলকাতা বিশ্ববিদ্যালয় (University Of Calcutta) থেকে ভুবনেশ্বরী পদক ও মৌচাক সাহিত্য পুরস্কার পেয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version