।। প্রথম কলকাতা ।।
Rash Behari Ghosh: ভারতীয় রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি। সেইসঙ্গে আইনজীবী ও সমাজসেবক হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। তাঁকে স্মরণে রেখে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাসবিহারী অ্যাভিনিউ’। দরিদ্রদের মসিহা হয়ে থেকেছেন তিনি। যেমন টাকা উপার্জন করেছেন তেমনই তার সমাজ সেবায় লাগিয়েছেন। ১৮৪৫-এর ২৩ ডিসেম্বর জন্ম হয় রাসবিহারী ঘোষের।
প্রথমে জগদ্বন্ধু বাঁকুড়া হাইস্কুল, তার পর বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এবং পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন তিনি। ইংরেজিতে প্রথম ভারতীয় হিসেবে স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হন রাসবিহারী ঘোষ। আইনে স্বর্ণপদক সহ উত্তীর্ণ হয়েছেন। ১৮৮৪-তে ‘ডক্টর অফ ল’ ডিগ্রি অর্জন করেন। এক কথায় পড়াশোনায় তুখর ছিলেন তিনি। পড়াশোনা শেষ করে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন। কিছুদিনের মধ্যেই সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন রাসবিহারীবাবু। ১৮৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইন অধ্যাপক হিসেবে ভারতের বন্ধকী আইন বিষয়ে বেশ কিছু কথা বলেছিলেন তিনি। যা পরবর্তীতে বই আকারে প্রকাশ পায়।
তিনি একজন নরমপন্থী কংগ্রেস কর্মী হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। কখনও তিনি বৈপ্লবিক পথে পা বাড়াতে চাননি। গোপালকৃষ্ণ গোখলের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই ব্যক্তিত্ব। স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষার বিস্তারে বিশেষ অবদান রয়েছে তাঁর। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে পরপর দু’বার নির্বাচিত হয়েছিলেন। ১৯০৭-এর সুরাট অধিবেশনে প্রথম এবং পরে ১৯০৮-এ মাদ্রাজ অধিবেশনে। ‘বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল’-এর সদস্য ছিলেন রাসবিহারী ঘোষ। তাছাড়া ‘কাউন্সিল অফ ইন্ডিয়া’র সদস্যপদ ছিল তাঁর। এসবের মাঝে ‘টেগোর ল’ প্রফেসর’ হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি। ১৮৮৪ সালে সম্মানীয় ‘ডক্টর অফ ল’ ডিগ্রিটিও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে প্রচুর অর্থ উপার্জন করেছেন রাসবিহারী ঘোষ। যদিও তার বেশিরভাগটাই দরিদ্র সেবায় ব্যয় করেছেন। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চার উন্নতিতে তিনি ১০ লক্ষ টাকা দান করেন। ১৯২২ সালে তাঁর টাকাতেই যাদবপুরে ৩৩ একর জায়গা কিনে তৈরি করা হয় ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’। ১৯২১-এর ২৮ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্মৃতিতে খণ্ডঘোষের উখরিদে রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় স্থাপিত হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম