Urfi-Chetan: ‘উনি একজন বিকৃতমনস্কের মানুষ’, চেতনের মন্তব্যের বিপরীতে আর কী বললেন উরফি?

।। প্রথম কলকাতা ।।

Urfi-Chetan: ইন্ডাস্ট্রির সবথেকে সাহসী ব্যক্তিত্ব তিনি। কারোর কোনও কথার তোয়াক্কা তিনি করেন না। নিজের মর্জিতে জীবন বাঁচেন। তবে তাঁর এই মানসিকতার কারণে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে প্রতিনিয়ত আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও সেফটিপিন, কখনও কাঁচের গ্লাস, কখনও আবার বস্তা কিংবা শুধুমাত্র দুটি হাত দিয়েই নিজের পোশাক তৈরি করেন উরফি জাভেদ। প্রায়ই এই নিয়ে নানা জনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি তাঁর পোশাক নিয়ে খোঁচা দিয়েছেন লেখক চেতন ভগতও। যদিও তাঁকে পাল্টা জবাব দিয়েছেন‌ উরফি।

সম্প্রতি ভারতীয় যুব সমাজ নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চেতন ভগত জানিয়েছেন, ‘এখনকার যুব সমাজ শুধু ছবিতে লাইক দিতে জানে। তাই উরফির ছবিতে লাইকের বন্যা বয়ে যায়। যেখানে সীমান্তে দাঁড়িয়ে জাওয়ানরা দেশ রক্ষা করছেন, সেখানে সেই সময় একদল যুবক কম্বল মুড়ি দিয়ে উরফির ছবিতে লাইক মারছেন’। পাল্টা লেখককে উদ্দেশ্য করে উরফি বলেছেন, ‘চেতন ভগতের মতো লেখক সবসময় মেয়েদের দোষ খুঁজছে। একজন নারীকে তাঁর পোশাক দিয়ে বিচার করছেন। তুমি বিকৃতমনস্কের বলে, মেয়েটির দোষ রয়েছে এমন নয়। উনি অযথা আমার নাম ব্যবহার করছেন’।

তবে এসবের মাঝেও ফের তাঁর পোশাক নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। এদিন নিজের পোশাকের সঙ্গে অদ্ভুত কারুকার্য করেছেন অভিনেত্রী। তাঁর দুটি স্তন ঢাকা দিয়েছেন কেবল দুটি হাত দিয়ে। যদিও এবার সেটা নিজের নয়, হাত দুটি স্টিকার। ওই হাতের দুটি আঙ্গুল দিয়ে এমনভাবে কারুকার্য করা হয়েছে যে, প্রথমে সকলে তাঁকে দেখলে মনে করবেন যেন তিনি কিছুই গায়ে দেননি। শুধু ওই দুটো স্টিকারই নজরে আসবে। কিন্তু পরে লক্ষ্য করলে বোঝা যাবে গোটা বিষয়টা।

শনিবার লেখককে লক্ষ্য করে উরফি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভুলে যাবেন না, ‘মিটু’ কাণ্ড চলাকালীন কত মহিলা তাঁর নামে অভিযোগ করেছিলেন। এমনকি এক সংবাদ সংস্থার নিবন্ধও নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বলা হয়েছে, ‘মিটু’ আন্দোলনের সময় লেখকের WhatsApp চ্যাট ভাইরাল হওয়ায় চেতন ভগত ক্ষমা চেয়েছেন’। এক কথায় তিনি আগে লেখককে নিজের দোষ দেখতে বলেছেন, তারপর অন্যের কথা ভাবতে বলেছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version