।। প্রথম কলকাতা ।।
শনিবার নববর্ষের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বাসভবনে দেখা করলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন হার্দিক। বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার।
হার্দিক তার পোস্টে লিখেছেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী @amitshahofficial জি আপনার সাথে অমূল্য সময় কাটানোর জন্য আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করা একটি সম্মান এবং বিশেষত্ব ছিল।”
View this post on Instagram
হার্দিক এবং ক্রুনাল প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন। হার্দিককে ডিসেম্বরে বাংলাদেশ সফরের জন্য বিরতি দেওয়া হলেও, ক্রুনাল সর্বশেষ নভেম্বরে বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে হার্দিক নতুন বছর শুরু করবেন। বিসিসিআই নির্বাচক কমিটি রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল এবং ভুবনেশ্বর কুমারকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং ওয়ানডেতে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে হার্দিককে। ওডিআই সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত।
বিসিসিআই শীর্ষ কর্তারা সাদা বলের দলগুলির অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন, যিনি নতুন বছরে ধারাবাহিকভাবে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।