Dipa Karmakar: নিষিদ্ধ পদার্থ ব্যবহারের জন্য ২১ মাস সাসপেন্ড জিমন্যাস্ট দীপা কর্মকার

।। প্রথম কলকাতা ।।

 

ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে ২১ মাসের জন্য সাসপেন্ড ঘোষণা করল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (ITA)। একটি নিষিদ্ধ পদার্থ ব্যবহারের জন্য ১০ জুলাই ২০২৩ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তিনি গ্লাসগোতে অনুষ্ঠিত ২০১৪ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে ব্রোঞ্জ পদক জেতেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন দীপা কর্মকার। তাঁর প্রোদুনোভা ভল্ট সুনাম অর্জন করেছিল।

 

সম্প্রতি বাকুতে এফআইজি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় এই জিমন্যাস্ট। কিন্তু সেখানে ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হন দীপা। ইন্টারন্যাশনাল টেস্ট এজেন্সি (আইটিএ)-র একটি বিবৃতি অনুযায়ী, দীপা কর্মকার হাইজেনামাইন নামে একটি নিষিদ্ধ পদার্থ ব্যবহার করেছেন। হাইজেনামাইনের পরীক্ষায় তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকা অনুসারে এটি একটি বিটা-২ অ্যাগোনিস্ট, যার মানে এটি প্রতিযোগিতার মধ্যে এবং বাইরে উভয় সময়েই সেবনের জন্য নিষিদ্ধ।

 

১১ অক্টোবর, ২০২১ সালে প্রতিযোগিতার বাইরে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক (FIG)-র পক্ষ থেকে দীপার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আইটিএ তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, “এফআইজি অ্যান্টি-ডোপিং বিধিমালার ১০.৮.২ অনুচ্ছেদ অনুসারে একটি কেস রেজোলিউশন চুক্তির মাধ্যমে মামলাটি সমাধান করা হয়েছিল।”

ইউনাইটেড স্টেটস অ্যান্টি-ডোপিং এজেন্সি (USADA) অনুসারে, হাইজেনামাইনে মিশ্র অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কার্যকলাপ রয়েছে। যার অর্থ এটি একটি সাধারণ উদ্দীপক হিসাবে কাজ করে। ২০১৭ সালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (WADA)-এর নিষিদ্ধ পদার্থের তালিকায় এটিকে যুক্ত করা হয়।

Exit mobile version