FIFA World Cup 2022 : কঠিন সমীকরণে গ্রুপ ‘এফ’, শেষ ষোলোয় পৌঁছাতে জিততেই হবে বেলজিয়ামকে

।। প্রথম কলকাতা ।।

 

গ্রুপ পর্বের ‘এফ’ চারটি দল লড়াইয়ে নামছে একই সময়ে। ‘এফ’ গ্রুপে রয়েছে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা ও মরক্কো। ইতিমধ্যেই পরপর দুটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। বাকি তিন দলের কাছেই আছে শেষ ষোলোয় পৌঁছনোর সম্ভাবনা। শেষ রাউন্ডের ম্যাচে আজ ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে আটটায় মুখোমুখি হবে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো।

 

এদিকে গ্রুপে সবচেয়ে ভালো পজিশনে আছে ক্রোয়েশিয়া। একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে মদ্রিচরা। বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ক্রোয়েশিয়া। তবে হারলেও রয়েছে সুযোগ। তবে তাকিয়ে থাকতে হবে কানাডা ও মরক্কো ম্যাচের দিকে। মরক্কোকে হারতে হবে একই ব্যবধানে কিংবা ক্রোয়েশিয়ার চেয়ে বড় ব্যবধানে। যদি তাতেও ফল না পাওয়া যায় তবে দেখা হবে কারা গোল বেশি করেছে। তাতেও নিষ্পত্তি না হলে দেখা হবে ফেয়ার প্লে।

 

দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। একটি জয় ও একটি ড্রয়ে তাদের পয়েন্ট ৪। গোল পার্থক্যে ক্রোয়েশিয়া থেকে পিছিয়ে তাঁরা। কানাডার বিরুদ্ধে ড্র করলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে মরক্কো। তবে হারলেও সুযোগ থাকছে তাদের কাছে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়াকে জয় পেতে হবে। মরক্কো যদি দুই বা তিন গোলের ব্যবধানে হারে তবে বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হলেও শেষ ষোলো পাকা আফ্রিকান দলটির।

 

তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের সমীকরণটা আলাদা। বলতে পারেন কঠিনও। নক আউটে পৌঁছাতে গেলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোন উপায় নেই হ্যাজার্ড-ডি ব্রুইনেদের। ড্র করলেও একটা সুযোগ অবশ্য থাকছে। সেক্ষেত্রে মরক্কোকে তিন ও তার বেশি গোলে হারতে হবে। তিন গোলে মরক্কো হারলে দুই দলের গোল ব্যবধান হবে সমান। সেক্ষেত্রে দেখা হবে কারা বেশি গোল করেছে। তাতেও নিষ্পত্তি না হলে দেখা হবে মুখোমুখি লড়াই। আর তাতে এগিয়ে মরক্কো। গত ম্যাচে তাঁরা বেলজিয়ানদের বড় অঘটন ঘটিয়েছে। আর তাই নজর রাখতে দুই ম্যাচের দিকেই। ম্যাচ শেষের কয়েক সেকেন্ডও বদলে যেতে পারে সমস্ত সমীকরণ।

Exit mobile version